Tushar Mehta

সলিসিটর জেনারেল পদে মেয়াদ বাড়ল তুষার মেহতার, ফের তিন বছর ওই পদে মোদীরাজ্যের বাসিন্দা

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সলিসিটর এবং অতিরিক্ত সলিসিটর জেনারেলদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আরও তিন বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তুষার মেহতার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১৩:৩২
Share:

তুষার মেহতা। —ফাইল চিত্র।

সলিসিটর জেনারেল পদে আরও তিন বছর মেয়াদ বৃদ্ধি হল তুষার মেহতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের বাসিন্দা ২০১৮ সালে সংশ্লিষ্ট পদে নিযুক্ত হন। সম্প্রতি তাঁর সঙ্গেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়, কেএম নটরাজ, বলবীর সিংহ, এসভি রাজু, এন ভেঙ্কটরমন এবং ঐশ্বর্য ভারতীর।

Advertisement

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সলিসিটর এবং অতিরিক্ত সলিসিটর জেনারেলদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

গুজরাতের বাসিন্দা তুষারের পড়াশোনা ওই রাজ্যেই। গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি লাভ করেন তিনি। এ ছাড়া ডক্টরেট সম্মানও পান অন্য দুটি বিশ্ববিদ্যালয় থেকে।

Advertisement

১৯৮৭ সালে আইনের পেশায় যুক্ত হন তিনি। ২০০৭ সালে ৪২ বছর বয়সে গুজরাত হাই কোর্টের সিনিয়র আইনজীবী হন তিনি। এর পর ২০১৪ সালে অতিরিক্ত সলিসিটর জেনারেল হন তিনি। ২০১৮ সালে সলিসিটর জেনারেল পদে নিয়োগ করা হয় তুষারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন