তামিলনাড়ুর করুরে প্রচারসভায় ‘থলপতি’ বিজয়। ছবি: পিটিআই।
তাঁর আসার কথা ছিল দুপুরে। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ছ’ঘণ্টা পরে তিনি এসেছিলেন । আর তাতেই ঘটে বিপত্তি। অভিনেতা তথা তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা ‘থলপতি’ বিজয়ের সভায় পদপিষ্টের ঘটনায় অন্তত তেমনই অভিযোগ উঠেছে। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার জন্য তখন জনস্রোত বইছিল। প্রচার-গাড়ির উপর একটি মঞ্চ তৈরি করা। আর সেখান থেকেই ভক্তদের দর্শন দিতে ভিড়ের বাঁধ ভেঙে যায়। যতদূর চোখ যায়, শুধু থিকথিক করছে ভিড়। তার মধ্যেই চলছিল ঠেলাঠেলি। ‘নায়ক’কে আরও কাছ থেকে দেখার বাসনায় তাঁর প্রচার-গাড়ির দিকে সেই ভিড়ের এগিয়ে যাওয়ার চেষ্টা।
মঞ্চ থেকেই ভিড়ের উদ্দেশে তিনি বক্তৃতা করতে শুরু করেন। আর জনতার উচ্ছ্বাস আর উন্মাদনা যেন ততই বাড়ছিল। ভিড়ের মাঝে কিছু একটা লক্ষ্য করেন বিজয়। তাঁর দেহরক্ষী এবং সঙ্গীদের কাছে জলের বোতল চাইতে দেখা যায়। তার পরই সেই বোতল ভিড়ের মাঝে ছুড়ে দেন তিনি। মনে করা হচ্ছে, প্রচণ্ড গরম আর ভিড়ের চাপে কাউকে অসুস্থ হয়ে পড়তে দেখেই তিনি জলের বোতল ছুড়ে দিয়েছিলেন। তবে একটি নয়, পর পর বেশ কয়েকটি জলের বোতল ছুড়ে দেন তিনি। এ রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
তার কিছু পরেই বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রের দাবি, ভিড়ের চাপ আরও বাড়তেই ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তার মধ্যেই অনেকে ধাক্কাধাক্কিতে পড়ে গেলেন। আর তার পরই পদপিষ্টের ঘটনা ঘটে। সেই ঘটনায় শনিবার রাতে আট শিশু-সহ ৩৯ জনের মৃত্যু হয়েছে। ৫১ জন হাসপাতালে চিকিৎসাধীন।