Tamil Nadu Stampede

তামিলনাড়ুতে পদপিষ্টে নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করবেন বিজয়, কথা হল ভিডিয়ো কলে! জানালেন, পাশে আছি

গত ২৭ সেপ্টেম্বর করুরে বিজয়ের দল টিভিকে-র সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। তাতে ৪১ জন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৪:০৫
Share:

অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। — ফাইল চিত্র।

তামিলনাড়ুর করুরে পদপিষ্টের ঘটনায় এ বার নিহতদের পরিজনদের সঙ্গে ভিডিয়ো কলে সরাসরি কথা বললেন তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত অন্তত পাঁচটি পরিবারের সঙ্গে কথা বলেছেন অভিনেতা। নিহতদের পরিজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি শীঘ্রই করুরে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Advertisement

গত ২৭ সেপ্টেম্বর করুরে বিজয়ের দল টিভিকে-র সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। তাতে ৪১ জন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হন। রাজ্য পুলিশের মতে, মাত্র ১০,০০০ মানুষের ধারণক্ষমতা সম্পন্ন ওই স্থানে প্রায় ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাও ঠিকমতো মানা হয়নি। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন বিজয়। এই দুর্ঘটনার জন্য তিনি যে অত্যন্ত ব্যথিত, সে কথাও জানিয়েছেন। বিজয় বলেন, ‘‘অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের পাশে আছি, থাকব।’’

তা ছাড়া, সভায় দুপুর ১২টা নাগাদ পৌঁছোনোর কথা ছিল বিজয়ের। কিন্তু তিনি পৌঁছোন সন্ধ্যা ৭টার দিকে। অভিনেতাকে সামনে থেকে দেখার জন্য শুরু হয়ে যায় ধস্তাধস্তি। অনেকে গাছে কিংবা আশপাশের গাড়ির ছাদে উঠে পড়েন। বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াতে বিদ্যুৎসংযোগ কেটে দেন কর্তৃপক্ষ। অনেকে অজ্ঞান হয়ে যান। জনতাকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে টিভিকে-র করুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে এই দুর্ঘটনার জন্য দায়ী করে মামলা দায়ের হয়েছে। এ ছাড়া, মামলা দায়ের করা হয়েছে টিভিকে-র সাধারণ সম্পাদক বুসি আনন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও। তাঁরা বর্তমানে পলাতক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement