Tamil Nadu Stampede Case

তামিলনাড়ুর পদপিষ্টকাণ্ড: মাদ্রাজ় হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিজয়ের দল

মাদ্রাজ় হাই কোর্টে পদপিষ্ট মামলার শুনানিতে বিচারপতি সেন্থিল কুমারের বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে বিজয়ের দল টিভিকে-ও। বিচারপতি জানান, কারুরে পদপিষ্টের ঘটনার পর জনসাধারণ এবং শিশুদের উদ্ধার করতে ব্যর্থ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৫:১৩
Share:

তামিলনাড়ুর জনসভায় বক্তৃতা করছেন থলপতি বিজয়। —ফাইল চিত্র।

তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ় হাই কোর্ট। এ বার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজয়ের দল। তাদের আবেদন, সুপ্রিম কোর্টের কোনও প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এই ঘটনায় স্বাধীন তদন্ত হোক।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, টিভিকে তার আবেদনে জানিয়েছে, পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পরেও তামিলনাড়ু পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের নিয়ে গঠিত সিটের হাতেই তদন্তভার দেয় হাই কোর্ট। বিজয়ের সমাবেশে কিছু দুষ্কৃতীকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করা হয়েছে, সেই সন্দেহও উড়িয়ে দিচ্ছে না টিভিকে। সে দিনের ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেছে মামলাকারী।

মাদ্রাজ় হাই কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি সেন্থিল কুমার তামিলনাড়ু পুলিশের সমালোচনা করেছিলেন। বিজয়ের জনসভায় পদপিষ্ট কাণ্ডে কোনও মামলা দায়ের করা হয়েছে কি না, তা জানতে চান বিচারপতি। তাঁর প্রশ্ন, ‘‘মামলা দায়ের করতে বাধা কোথায়? যদি কেউ এ ব্যাপারে কোনও অভিযোগ না করে, তবুও পুলিশকে মামলা রুজু করতে হবে।’’ শুধু তামিলনাড়ু পুলিশ নয়, শুক্রবার বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে বিজয়ের দল টিভিকে-ও। বিচারপতি জানান, কারুরে পদপিষ্টের ঘটনার পর জনসাধারণ এবং শিশুদের উদ্ধার করতে ব্যর্থ। শুধু তা-ই নয়, ঘটনার দায় স্বীকার না-করায় বিজয়ের দলের প্রতি ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি।

Advertisement

সুপ্রিম কোর্টের আবেদনে মাদ্রাজ় হাই কোর্টের পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়। বিচারপতির ওই পর্যবেক্ষণ পক্ষপাতদুষ্ট বলে আবেদনে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, মাদ্রাজ় হাই কোর্ট তার নির্দেশে বলে, রাজ্য বা জাতীয় সড়কের উপর কোনও রাজনৈতিক সমাবেশ, রোড শো বা অন্যান্য জনসমাগম বন্ধ রাখতে হবে। যত দিন পর্যন্ত না রাজ্য সরকারের তরফে সমাবেশ বা রোড শো-এর মতো কর্মসূচি সম্পর্কিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করা হচ্ছে, তত দিন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সেই নির্দেশ নিয়েও ক্ষোভপ্রকাশ করা হয় টিভিকে-র পক্ষ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement