অমরনাথের পথে মৃত ২

আজ পঠানকোট-জম্মু সড়কের উপরে দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন অমরনাথ যাত্রী। লখনপুর এলাকায় উত্তরপ্রদেশ থেকে আসা যাত্রীদের বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। আহতদের জম্মুর কাঠুয়ায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বারও অমরনাথ যাত্রীদের জন্য মেডিক্যাল ক্যাম্প খুলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০৪:২৭
Share:

যাত্রা: অমরনাথের পথে পুণ্যার্থীরা। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের চন্দওয়াড়িতে। ছবি: পিটিআই।

অমরনাথ যাত্রার দু’দিনে মৃত্যু হলো দু’জনের। একটি দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন তীর্থযাত্রী।

Advertisement

আজ বালতাল থেকে অমরনাথ যাওয়ার পথে ব্রারিমার্গের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভূষণ কোটওয়াল নামে এক তীর্থযাত্রীর। পুলিশ জানিয়েছে, হঠাৎ পাথর গড়িয়ে
পড়ে বছর পঞ্চাশের ভূষণের মাথায় লাগে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর।
গত কাল ব্রারিমার্গের কাছেই হৃদ‌্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ভারত-তিব্বত সীমান্ত পুলিশের অফিসার সঞ্জন সিংহ।

আজ পঠানকোট-জম্মু সড়কের উপরে দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন অমরনাথ যাত্রী। লখনপুর এলাকায় উত্তরপ্রদেশ থেকে আসা যাত্রীদের বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। আহতদের জম্মুর কাঠুয়ায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বারও অমরনাথ যাত্রীদের জন্য মেডিক্যাল ক্যাম্প খুলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।

Advertisement

কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির ফলে অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে যোগ হয়েছে খারাপ আবহাওয়া। তাও ঠিক সময়ে যাত্রা শুরু করতে পেরে খুশি প্রশাসন। গান্ধেরবাল এলাকার ডেপুটি কমিশনার পীযূষ সিঙ্গলা জানান, এ বার সাড়ে সাত হাজার যাত্রীর অমরনাথ যাওয়ার কথা। আজ সকাল সাড়ে ন’টা নাগাদ পর্যন্ত সাড়ে চার হাজার যাত্রী রওনা হয়েছেন। গোটা যাত্রাপথে পুলিশ-আধাসেনা মিলিয়ে মোতায়েন করা হয়েছে প্রায় ৪০ হাজার জওয়ান। রাস্তায় রয়েছে সিসিটিভি, জ্যামার, ডগ স্কোয়াড। রাস্তার দু’ধারে তৈরি করা হয়েছে বুলেট প্রুফ বাঙ্কার। তৈরি থাকছে উদ্ধারকারী দল। হেলিকপ্টার তো থাকছেই, এমনকী ড্রোন, উপগ্রহের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে গোটা যাত্রাপথে।

কাশ্মীরে হিংসা অবশ্য থামার কোনও লক্ষণ নেই। আজও সংঘর্ষবিরতি ভেঙেছে পাকিস্তানি সেনা। পুঞ্চে পাক বাহিনীর গুলিবর্ষণে আহত হয়েছেন দুই ভারতীয় জওয়ান। জবাব দিয়েছে ভারতীয় সেনাও। অন্য দিকে ৬ জুলাই থেকে ১৫ জুলাই জম্মু-কাশ্মীরের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছ‌ে রাজ্যের শিক্ষা দফতর। হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই সময়েই বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিদের যৌথ মঞ্চ। কাশ্মীরে তখন বড় ধরনের হিংসা হতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement