Indian Army

বিয়ের কথা ছিল এপ্রিলে, তার আগেই জম্মু-কাশ্মীরে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সেনার দুই ক্যাপ্টেনের

এক জন ক্যাপ্টেন করমজিৎ সিংহ বক্সী (২৭)। অন্য জন হলেন মুকেশ সিংহ মানহাস (২৯)। করমজিতের বাড়ি ঝাড়খণ্ডের হাজারিবাগে। ১০ দিন আগেই বাড়িতে গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫
Share:

দুই সেনা জওয়ানকে শেষশ্রদ্ধা জানানো হচ্ছে। ছবি: পিটিআই।

তাঁরা একই রেজিমেন্টে ছিলেন। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণরেখায় একসঙ্গেই টহল দিতে বেরিয়ে ছিলেন। তার পরই সব শেষ। টহল দেওয়ার সময় জঙ্গিদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় সেনার দুই ক্যাপ্টেনের।

Advertisement

এক জন ক্যাপ্টেন করমজিৎ সিংহ বক্সী (২৭)। অন্য জন হলেন মুকেশ সিংহ মানহাস (২৯)। করমজিতের বাড়ি ঝাড়খণ্ডের হাজারিবাগে। ১০ দিন আগেই বাড়িতে গিয়েছিলেন তিনি। তখন বাড়ির সকলকে জানান যে, সেনার এক চিকিৎসকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তাঁকে বিয়ে করতে চান। আগামী ৫ এপ্রিলে বিয়ের দিনও স্থির করে ফেলেছিলেন তাঁরা। করমজিতের বাবা সর্দার অজিন্দর সিংহের রেস্তরাঁর ব্যবসা রয়েছে। একমাত্র পুত্রের মৃত্যুতে বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছেন অজিন্দর।

করমজিতের কাকা দেবিন্দর সিংহ জানিয়েছেন, পাঁচ বছর আগে সেনায় যোগ দিয়েছিলেন তাঁর ভাইপো। কিন্তু মঙ্গলবার থেকে যেন সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে তাঁদের জীবনে। অন্য দিকে, সাম্বার ব্রি কামিলায় মানহাস পরিবারে বিয়ের প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবারের পর থেকে ওই বাড়িতেও শোকের ছায়া। বিয়ে করবেন বলে বাড়ি সাজাচ্ছিলেন মুকেশ। বাড়িতে কয়েক দিনের জন্য ছুটিতে এসে সব কিছু তদারকি করে আবার কাজে যোগ দিয়েছিলেন গত ২৮ জানুয়ারি। ২০ এপ্রিল বিয়ের দিন ঠিক হয়েছিল তাঁর। কিন্তু তার আগেই সব শেষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement