তথ্য প্রযুক্তি সংস্থায় ধর্ষণ, ধৃত দুই কর্মী

তথ্য প্রযুক্তি সংস্থার চৌহদ্দির ভেতরেই ধর্ষিতা হলেন তরুণী। গত রবিবার এই ঘটনা ঘটেছে পুণের ইনফোসিসের ফেজ-১ ক্যাম্পাসে। তবে সোমবার পুলিশে অভিযোগ জানানোর পরই ধর্ষণের কথা জানাজানি হয় আজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৫
Share:

তথ্য প্রযুক্তি সংস্থার চৌহদ্দির ভেতরেই ধর্ষিতা হলেন তরুণী। গত রবিবার এই ঘটনা ঘটেছে পুণের ইনফোসিসের ফেজ-১ ক্যাম্পাসে। তবে সোমবার পুলিশে অভিযোগ জানানোর পরই ধর্ষণের কথা জানাজানি হয় আজ।

Advertisement

তথ্য প্রযুক্তি শহর পুণের হিঞ্জেওয়াড়ি এলাকায় ১১৪ একর জমির উপর ইনফোসিসের এই বিশাল অফিস। পুলিশ সূত্রে খবর, ইনফোসিসের একটি ক্যান্টিনে হিসেবরক্ষকের চাকরি করতেন বছর পঁচিশের ওই তরুণী। গত রবিবার তিনি শৌচাগারে ঢুকলে সেখানেই দুই সহকর্মী তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রশান্ত বাগ ও প্রকাশ মহাদিক— অভিযুক্ত দুই সাফাইকর্মীকে এ দিন গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ধারায় মামলা দায়ের হয়েছে।

পুলিশকে লিখিত অভিযোগে তরুণী জানিয়েছেন, এদের মধ্যে এক জন যখন তাঁকে ধর্ষণ করছিল, অন্য জন সেই ছবি তুলে রাখছিল মোবাইলে। পরে সে তাঁকে হুমকি দেয়, পুলিশে খবর দিলেই ফাঁস করে দেওয়া হবে ওই ভিডিও। পরে অবশ্য উদ্ধার করা গিয়েছে মোবাইল ফোনটি।

Advertisement

পুণের মতো হাই-টেক শহরে তথ্য প্রযুক্তি সংস্থার চৌহদ্দির মধ্যে এমন কাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যে। ইনফোসিস অবশ্য এক নির্দেশিকায় পরে জানিয়েছে, সাফাই কাজের জন্য এক গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়েছিল তাদের। অভিযুক্তরা তাদেরই ঠিকা কর্মী। তবে মহিলাদের বিরুদ্ধে এই অপরাধ মেনে নেওয়ার কোনও প্রশ্নই নেই বলে দাবি কর্তৃপক্ষের। ঠিকা কর্মীদের জন্যও এই নিয়ম এক। তাই তদন্তকারীদের সঙ্গে সব রকম সহযোগিতা করা হবে, আশ্বাস দিয়েছে ইনফোসিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement