Rape

ভাগ্নীকে ধর্ষণে যাবজ্জীবন দুই মামার

১০ বছরের ভাগ্নীকে ধর্ষণে দোষী দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চন্ডীগড়ের এক আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৭ ১২:৩৪
Share:

গত অগস্টে একটি সন্তান প্রসব করে নাবালিকা।

১০ বছরের ভাগ্নীকে ধর্ষণে দোষী দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চন্ডীগড়ের এক আদালত। পাশাপাশি, তাদের মাথাপিছু ৩.০৫ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পুনম আর জোশী।

Advertisement

আরও পড়ুন: নয়া ডেঙ্গিতে কাঁপছে দক্ষিণের তিন রাজ্য

গত জুলাইয়ে মেয়েটি পেটে ব্যথার কথা বাবা-মাকে জানায়। তখনই তাঁরা মেয়েকে হাসপাতালে নিয়ে যান। সামনে আসে ধর্ষণের বিষয়টি। জানা যায়, মেয়েটি ৩০ সপ্তাহের বেশি গর্ভবতী। এর পরই মেয়েটির পরিবার সুপ্রিম কোর্টে আবেদন জানায় গর্ভপাতের। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। বলা হয়, এ অবস্থায় গর্ভপাত মেয়েটির বা তার গর্ভস্থ সন্তান কারও পক্ষেই ভাল হবে না। গত অগস্টে একটি সন্তান প্রসব করে নাবালিকা।

Advertisement

আরও পড়ুন: সন্তানদের সামনেই দেড় বছরে শিশুকে ধর্ষণ

৩১ অক্টোবর আদালত ওই দুই ভাইকে ধর্ষণে দোষী সাব্যস্ত করে। ৩৭৬ (২) (এফ) (আই) ধারা ছাড়াও ১২ বছরের কমবয়সী মেয়েকে ধর্ষণ ও শিশুর উপর যৌন অত্যাচার রোধ আইনের (পকসো) সেকশন ৬-এর (শারীরিক মিলনে যৌন নিগ্রহ) ধারায় অভিযুক্ত করা হয় তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement