India-Pakistan Tension

মধ্যপ্রদেশের সেনাছাউনির ছবি তুলছিলেন দুই যুবক, সন্দেহ হওয়ায় আটক করল পুলিশ! চলছে জেরা

পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। কী উদ্দেশ্যে তাঁরা সেনাছাউনির ছবি তুলছিলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৬:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সেনাবাহিনীর এলাকায় প্রবেশ করে বিভিন্ন জায়গায় ছবি তুলছিলেন দুই যুবক। ঘুরে বেড়াচ্ছিলেন এ দিক-ও দিক! সন্দেহ হওয়ায় আটক করা হল তাঁদের। মধ্যপ্রদেশের জবলপুরে সেনাবাহিনীর এলাকায় ঢুকে ছবি তোলার অভিযোগ উঠেছে ওই দুই যুবকের বিরুদ্ধে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মহম্মদ জ়ুবের এবং মহম্মদ ইরফান নামে ওই দুই যুবক শুক্রবার জবলপুর ক্যান্টনমেন্টে সেনাছাউনির সামনে দাঁড়িয়ে একের পর এক ছবি তুলছিলেন। শুধু তা-ই নয়, সেনাবাহিনীর এলাকায় ঘুরছিলেন। সন্দেহ হওয়ায় সেনাকর্মীরাই তাঁদের পাকড়াও করেন। পরে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। কী উদ্দেশ্যে তাঁরা সেনাছাউনির ছবি তুলছিলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তবে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তেরা পুলিশকে জানিয়েছেন, ছবি তোলার নেপথ্যে তাঁদের কোনও উদ্দেশ্য ছিল না। এমনি ঘুরতে ঘুরতেই সেনাছাউনির সামনে আসেন তাঁরা। সাধারণ ভাবেই ছবি তোলেন। এখনও পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও মামলা রুজু করা হয়নি।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে ক্রমাগত গোলাবর্ষণ চলছে। গত মঙ্গলবার মধ্যরাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর সেই গোলাবর্ষণ এবং উত্তেজনা কয়েক মাত্রা বৃদ্ধি পেয়েছে। গত দু’-তিন ধরে সন্ধ্যা নামার পরেই সীমান্তের ও পার থেকে উড়ে আসছে বিভিন্ন ড্রোন! ভারতের দাবি, পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ করতে সক্ষম তারা। এই আবহে দেশের প্রায় প্রতিটি সামরিক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলির জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যেই দুই যুবকের সেনাছাউনির ছবি তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement