AstraZeneca-Oxford

Covid 19 Vaccine: উপসর্গযুক্ত কোভিড থেকে ৯০% সুরক্ষা দেবে অ্যাস্ট্রাজেনেকার ২ টিকা, দাবি

ব্রিটেনের স্বাস্থ্য সংস্থার দাবি, ৯ মে পর্যন্ত ইংল্যান্ডের ষাট এবং ষাটোর্ধ্ব ১৩ হাজার মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে টিকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৪:৩৪
Share:

প্রতীকী ছবি।

অ্যাস্ট্রাজেনেকার দু’টি টিকা নিলে উপসর্গযুক্ত কোভিডের বিরুদ্ধে তা ৮৫-৯০ শতাংশ প্রতিরোধক্ষমতা গড়ে তুলবে। বৃহস্পতিবার এমনই দাবি করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড।

Advertisement

ব্রিটেনের এই স্বাস্থ্যসংস্থার দাবি, ৯ মে পর্যন্ত ইংল্যান্ডের ষাট এবং ষাটোর্ধ্ব ১৩ হাজার মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে টিকা। শুধু তাই নয়, টিকার দু’টি ডোজ নেওয়ার ফলে ৬৫ বছরের ঊর্ধ্বে এমন প্রায় ৪০ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।

ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন এই তথ্য প্রমাণ করছে যে, টিকা মানুষের জীবন বাঁচাচ্ছে। ব্রিটেনে প্রায় এক-তৃতীয়াংশ নাগরিককে টিকা দেওয়া হয়ে গিয়েছে। বাকিদের যত দ্রুত সম্ভব প্রথম ডোজ দেওয়ার লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে ব্রিটিশ প্রশাসন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন