Jharkhand Train Accident

ঝাড়খণ্ডের চাণ্ডিল স্টেশনের কাছে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাতিল বন্দে ভারত-সহ বেশ কয়েকটি ট্রেন

শনিবার ভোরে লোহাবোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল। আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হতেই সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। ওই লাইন ধরে তখন উল্টো দিক থেকে আসছিল আরও একটি মালগাড়ি। তখনই বিপত্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১০:৫৫
Share:

ঝাড়খণ্ডে লাইনচ্যুত হয়েছে মালগাড়ির বেশ কয়েকটি কামরা। ছবি: এক্স।

ঝাড়খণ্ডের চাণ্ডিল স্টেশনের কাছে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দু’টি মালগাড়ি মিলিয়ে প্রায় ২০টি কামরা লাইনচ্যুত হয়েছে। বাতিল হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের চাণ্ডিল-টাটানগর শাখার বহু ট্রেন। তবে কারও হতাহতের খবর এখনও মেলেনি। শনিবার ভোর ৪টে নাগাদ ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলায় এই ঘটনা হয়েছে।

Advertisement

রেল সূত্রের খবর, লোহাবোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল। শনিবার ভোরে আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হতেই সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। সে সময় পাশের লাইনে উল্টো দিক থেকে আসছিল আরও একটি মালগাড়ি। পুরুলিয়াগামী মালগাড়ির সঙ্গে সেই মালগাড়ি মুখোমুখি ধাক্কা খায়। তার পরে দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।

দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (আদ্রা ডিভিশন) বিকাশ কুমার জানিয়েছেন, চাণ্ডিল থেকে আপ এবং ডাউন, দুই লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। লাইন থেকে মালগাড়ির কামরা সরানোর কাজ চলছে। বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চলছে। কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস, কাটিহার-টাটানগর এক্সপ্রেস। কী ভাবে এই ঘটনা হল, তা তদন্ত করে দেখছে রেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement