দুই তরুণীর অভিযোগ নিল সিআইডি

নারীপাচার-চক্রের কবলে থাকা তবসুম ও ফরিদার অভিযোগ সিআইডিতে নথিভুক্ত করা হয়েছে। আজ মহিলা কমিশনের চেয়ারপার্সন মহুয়া মাজি বলেন, ‘‘সিআইডির আইজি সম্পদ মিনার সঙ্গে যোগাযোগ করে ওই দুই তরুণীর অভিযোগ জানিয়েছি। তবসুম ও ফরিদার সঙ্গে সিআইডি অফিসাররা কথাও বলেছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০৩:২২
Share:

নারীপাচার-চক্রের কবলে থাকা তবসুম ও ফরিদার অভিযোগ সিআইডিতে নথিভুক্ত করা হয়েছে। আজ মহিলা কমিশনের চেয়ারপার্সন মহুয়া মাজি বলেন, ‘‘সিআইডির আইজি সম্পদ মিনার সঙ্গে যোগাযোগ করে ওই দুই তরুণীর অভিযোগ জানিয়েছি। তবসুম ও ফরিদার সঙ্গে সিআইডি অফিসাররা কথাও বলেছেন।’’

Advertisement

ঝাড়খণ্ডে নারী পাচারের ঘটনা প্রায়ই সামনে আসে। সিআইডি অফিসারদের বক্তব্য, শুধু তবসুম বা ফরিদাই নয়, রাঁচির ডোরান্ডার আরও কোনও তরুণীকে পাচার করা হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। মহিলা ও শিশু পাচার রুখতে সম্প্রতি ঝাড়খণ্ড সিআইডি একটি ‘ফেসবুক’ অ্যাকাউন্টও খুলেছে। সিআইডি আইজি সম্পদ মিনা জানিয়েছেন, কারও অভিযোগ থাকলে ওই সাইটে নথিভুক্ত করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement