বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত দুই যুবক

বিদ্যুত্ বন্টন কোম্পানির গাফিলতিতে মৃত্যু হল দুই যুবকের। তাদের বাড়ি করিমগঞ্জের টিলাবাজার এলাকার পিরেরচক গ্রামে। আজ ভোর রাতে সাহাবউদ্দিন (২৫) মাছ ধরতে যায়। জলে মানতেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চিত্কার করে ওঠে সে। চিত্কার শুনে দৌড়ে আসে জালালউদ্দিন (২৭)। সাহাবকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতের সংর্স্পে এসে যায়। সেখানেই মৃত্যু হয় দু’জনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০৩:২৬
Share:

বিদ্যুত্ বন্টন কোম্পানির গাফিলতিতে মৃত্যু হল দুই যুবকের। তাদের বাড়ি করিমগঞ্জের টিলাবাজার এলাকার পিরেরচক গ্রামে। আজ ভোর রাতে সাহাবউদ্দিন (২৫) মাছ ধরতে যায়। জলে মানতেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চিত্কার করে ওঠে সে। চিত্কার শুনে দৌড়ে আসে জালালউদ্দিন (২৭)। সাহাবকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতের সংর্স্পে এসে যায়। সেখানেই মৃত্যু হয় দু’জনের।

Advertisement

গাছে বাঁধা বিদ্যুত্‌বাহী তার ছিঁড়ে গিয়ে মাটি এবং পার্শ্ববর্তী নালাতে পড়ে। তার ফলে নালা-সহ আশপাশের এলাকা বিদ্যুত্ পরিবাহী হয়ে যায়। ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় গ্রামবাসীরা বিদ্যুত্ বিভাগকে খবর দেয়। পিরেরচক এলাকার বিদ্যুত্ সংযোগ ছিন্ন করা হয়। গ্রামের দুই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। স্থানীয় মানুষের অভিযোগ, বিদ্যুত্ বন্টন কোম্পানির চরম গাফিলতির কারণেই এ ভাবে প্রতি নিয়ত বিদ্যুতের তার ছিঁড়ে পড়ছে। আর বেঘোরে প্রাণ হারাচ্ছে স্থানীয় মানুষজন। এলাকায় কী ভাবে বিদ্যুতের খুঁটির পরিবর্তে গাছের মধ্যে বিদ্যুতের তার লাগিয়ে রেখেছে অসম বিদ্যুত্ বন্টন কোম্পানি, পিরেরচক এলাকার মানুষ তাও দেখান। স্থানীয় মানুষের অভিযোগ, বিদ্যুত্ কোম্পানির চরম গাফিলতির দরুন মানুষের মৃত্যু হলেও তার কোনও তদন্তই হয় না। ফলে বিভাগীয় কর্মী-অফিসার বা ক্যাজুয়াল কর্মীরাও খেয়ালখুশি মতো কাজ করে চলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন