India-Pakistan Cricket Match

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের বিরোধিতা, টিভি ভেঙে প্রতিবাদ জানালেন উদ্ধবসেনার নেতা

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরেও কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছে, সেই প্রশ্ন তুলে আগেই সরব হয়েছিলেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। রবিবার মহারাষ্ট্র জু়ড়ে ‘সিঁদুর প্রতিবাদে’ নামার ডাক দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৭
Share:

টিভি ভাঙছেন উদ্ধবসেনার নেতা। রবিবার মহারাষ্ট্রে। ছবি: সংগৃহীত।

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের বিরোধিতা। টিভি সেট ভেঙে প্রতিবাদ জানালেন শিবসেনা (ইউবিটি) নেতা আনন্দ দুবে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরেও কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছে, সেই প্রশ্ন তুলে আগেই সরব হয়েছিলেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। রবিবার মহারাষ্ট্র জু়ড়ে ‘সিঁদুর প্রতিবাদে’ নামার ডাক দিয়েছিলেন তিনি। সেই মতো মহারাষ্ট্রের নানা এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেন উদ্ধবসেনার সমর্থকেরা।

Advertisement

এই রকমই এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন উদ্ধবসেনার মুখপাত্র আনন্দ। প্রতীকী প্রতিবাদ হিসাবে তিনি ক্রিকেট ব্যাট দিয়ে টিভি ভাঙেন। আশপাশে থাকা উদ্ধবসেনার সমর্থকেরা স্লোগান দেন, “আমরা ক্রিকেটের বিরুদ্ধে নই, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে।” টিভি ভাঙার পর উদ্ধবসেনার ওই নেতা বলেন, “আমরা এই ম্যাচ দেখতে চাই না। টিভিতে এই ম্যাচ দেখানো বন্ধ করার দাবি জানাচ্ছি আমরা। পাকিস্তান সন্ত্রাসবাদীদের দেশ। বিসিসিআই আর আইসিসি-র কাছে আমাদের বার্তা হল, ১৪০ কোটি ভারতীয়ের আবেগ নিয়ে ছেলেখেলা করার অধিকার আপনাদের নেই।”

রবিবার আবু ধাবিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ক্রিকেট ম্যাচ হচ্ছে। শনিবারের পর রবিবারও এই ক্রিকেট ম্যাচের বিরোধিতা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব। সমাজমাধ্যমে তিনি লেখেন, “বিসিসিআই ভারত-বিরোধী হয়ে উঠছে। পাকিস্তানের সঙ্গে খেলার জন্য এই আগ্রহ কেন? টিভি রাজস্ব পাওয়ার লোভেই কি? পাকিস্তান ভারতে এশিয়া কাপ বয়কট করতে পারলে বিসিসিআই তা করতে পারল না কেন?”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement