F-35 Fighter Jet

সারানো যাচ্ছে না কেরলে আটকে থাকা যুদ্ধবিমান, অন্য বিমানের পেটে ভরে নিয়ে যেতে চায় ব্রিটেন

গত ১৫ জুন জ্বালানি কম থাকায় কেরলে জরুরি অবতরণ করে ব্রিটেনের রয়্যাল নেভির যুদ্ধবিমানটি। পরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ব্রিটেনের সামরিক ইঞ্জিনিয়ারদেরও পাঠানো হয় ভারতে। কিন্তু ত্রুটি মেরামত করা যায়নি এখনও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৬:৫০
Share:

এফ ৩৫ যুদ্ধবিমান। —ফাইল চিত্র।

১৯ দিন কেটে গিয়েছে। ব্রিটেনের যুদ্ধবিমান এফ-৩৫বি এখনও দাঁড়িয়ে রয়েছে কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ১৫ জুন জ্বালানি কম থাকায় কেরলে জরুরি অবতরণ করে ব্রিটেনের রয়্যাল নেভির যুদ্ধবিমানটি। অবতরণের পরে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। কিন্তু এত দিন ধরে চেষ্টার পরেও ওই যান্ত্রিক ত্রুটি এখনও মেরামত করা যায়নি। এ অবস্থায় যুদ্ধবিমানটিকে অন্য একটি বড় বিমানে তুলে নিয়ে যাওয়া যায় কি না, তা-ও ভেবে দেখছে ব্রিটেন।

Advertisement

ব্রিটেনের বায়ুসেনার কাছে গ্লোবমাস্টার সি-১৭ বিমান রয়েছে। এই বিমানের ভিতরে অনেকটা বিস্তৃত জায়গা থাকে। মূলত ভারী কোনও জিনিস পরিবহণের জন্যই এই বিমানগুলি ব্যবহার হয়। গ্লোবমাস্টার সি-১৭ বা অন্য কোনও কিছুর সাহায্যে কেরলে আটকে পড়া যুদ্ধবিমানটিকে নিয়ে যাওয়া যায় কি না, সেটি ব্রিটেনের সামরিক বাহিনী বিবেচনা করে দেখছে বলে সূত্রের খবর। বস্তুত, এই যুদ্ধবিমানটি কেরলে জরুরি অবতরণ করার পর ব্রিটেন থেকে সামরিক ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছিল ভারতে। ওই যুদ্ধবিমানের যন্ত্রাংশ মেরামত করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু বিশেষ সুবিধা হয়ে ওঠেনি। এই অবস্থায় বিকল্প উপায়গুলি নিয়ে ভাবতে শুরু করেছে ব্রিটেন।

বস্তুত, এফ-৩৫বি হল বিশ্বের অন্যতম দামি এবং উন্নতমানের যুদ্ধবিমান। অত্যন্ত সঙ্কীর্ণ জায়গার মধ্যে থেকেও সেটি উড়তে বা নামতে পারে। মার্কিন সংস্থা ‘লকহেড মার্টিন’ এই বিমান তৈরি করে থাকে। মূলত আমেরিকা, ব্রিটেন এবং নেটো বাহিনীর কাছে এই বিমান রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement