COVID-19

Covid Vaccine: ভারতে প্রথম টিকা পেয়েছেন ৯১ কোটি, দু’টি টিকা দেওয়া হয়েছে ২৫ শতাংশকে: স্বাস্থ্যমন্ত্রী

কেন্দ্র জানিয়েছে, এখনও রাজ্যগুলির কাছে ৫ কোটি ৬৭ লক্ষ ৩৭ হাজার ৯০৫ টিকা রয়েছে। ফলে আগামী দিনেও টিকাকরণে কোনও সমস্যা হবে না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ১৪:৫৯
Share:

প্রতি মাসেই বেড়েছে গড় টিকাকরণ ফাইল চিত্র।

ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭০ শতাংশ অর্থাৎ ৯১ কোটির বেশি মানুষ করোনার প্রথম টিকা পেয়েছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। অন্তত ২৫ শতাংশ জনসংখ্যাকে করোনার দু’টি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সোমবার টুইট করে মনসুখ বলেন, ‘শক্তিশালী দেশে দ্রুত টিকাকরণ হচ্ছে। ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭০ শতাংশ প্রথম টিকা পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে বড় ভূমিকা নিয়েছে ভারত। এ ভাবেই আমরা করোনার বিরুদ্ধে লড়াই করব।’

গত ২৪ ঘণ্টায় ভারতে ২৩ লক্ষ ৪৬ হাজার ১৭৬ জনকে টিকা দেওয়া হয়েছে। তার ফলে সোমবার পর্যন্ত মোট ৯১ কোটি ২২ লক্ষ ৬৬ হাজার ৬৬৭ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম টিকা পেয়েছেন ৬৬ কোটি ২২ লক্ষ ৬৬ হাজার ৬৬৭ জন। দু’টি টিকা পেয়েছেন ২৪ কোটি ৮৮ লক্ষ ১৩ হাজার ৬৬২ জন।

Advertisement

কেন্দ্র জানিয়েছে, ভারতে টিকাকরণ শুরু হওয়ার পর থেকে প্রতি মাসে গড় টিকাকরণ বেড়েছে। মে মাসে ১৯ লক্ষ ৬৯ হাজার থেকে, জুনে ৩৯ লক্ষ ৮৯ হাজার, জুলাইয়ে ৪৩ লক্ষ ৪১ হাজার ও অগস্টে ৫৯ লক্ষ ১৯ হাজার গড় টিকাকরণ হয়েছে দেশে। এখনও রাজ্যগুলির কাছে ৫ কোটি ৬৭ লক্ষ ৩৭ হাজার ৯০৫ টিকা রয়েছে। তার ফলে আগামী দিনেও টিকাকরণে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন