লোকসভায় বক্তৃতা অমিত শাহের। ছবি: পিটিআই।
মণিপুরকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সংসদে ধারাবাহিক বিক্ষোভ চালাচ্ছেন বিরোধী সাংসদেরা। এই আবহে সোমবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘‘মণিপুর পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করতে সরকারের কোনও আপত্তি নেই।’’ যদিও সেই আলোচনায় প্রধানমন্ত্রী মোদী অংশ নেবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি তিনি। কোন ধারায় সেই আলোচনা হবে, সে বিষয়েও সুস্পষ্ট ভাবে কিছু জানাননি তিনি। এই পরিস্থিতিতে রাজ্যসভার মতোই লোকসভার অধিবেশনও বিরোধী এবং সরকারপক্ষের বিতণ্ডার জেরে দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে।
২৬৭ ধারায় লোকসভা এবং রাজ্যসভায় সব কর্মসূচি বন্ধ রেখে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ‘ঘটনা’-সহ মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভোটাভুটি-সহ আলোচনার দাবিতে শুক্রবার নোটিস দিয়েছিল কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল। কিন্তু তাতে রাজি হয়নি মোদী সরকার। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ২৬৭ ধারার পরিবর্তে ১৭৬ ধারায় আলোচনা চেয়েছিলেন। কিন্তু বিরোধীরা তাদের দাবিতে অনড় রয়েছে। এই পরিস্থিতিতে শাহ সোমবার বলেন, ‘‘আমরা সভায় এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। আমি বিরোধীদের অনুরোধ করছি এই বিষয়ে আলোচনা করতে দিন। এই স্পর্শকাতর বিষয়ে দেশ যাতে সত্য জানতে পারে তা খুবই গুরুত্বপূর্ণ।’’
শাহ এমন আবেদন জানালেও মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনায় কেন্দ্রের আদৌ সদিচ্ছা রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে বিরোধীদের বড় অংশের মধ্যেই। মণিপুরকাণ্ডের ‘জবাবে’ পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তীসগঢ়, বিহারের মতো রাজ্যে কয়েকটি নারী নির্যাতনের ঘটনা তুলে প্রতিআক্রমণের পথে হাঁটার বার্তা দিয়েছে বিজেপি। সোমবার তাঁদের সাংসদেরা বিরোধী শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের অভিযোগ তুলে সংসদে বিক্ষোভ দেখান। এমনকি, বিরোধী সাংসদদের অবস্থান-বিক্ষোভের জন্য পূর্বনির্ধারিত স্থান (গান্ধীমূর্তির তলা) কার্যত জবরদখল করে নেন তাঁরা।