বিএসএফের ডিজি হলেন প্রবীণ কুমার। —ফাইল চিত্র।
সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নতুন ডিজি হচ্ছেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার প্রবীণ কুমার। বর্তমানে ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ডিজি পদে থাকা প্রবীণকে বিএসএফের অতিরিক্ত দায়িত্ব দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
১৯৯৩ ব্যাচের আইপিএস প্রবীণ বিএসএফের ডিজি পদে উত্তরপ্রদেশে ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইপিএস দলজিৎ সিংহ চৌধরির স্থলাভিষিক্ত হচ্ছেন। দলজিৎ আগামী ৩০ নভেম্বর অবসর নেবেন। সে দিনই প্রবীণ তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন।
এর আগে গত ১ অক্টোবর প্রবীণকে আইটিবিপি-র ডিজির দায়িত্ব দিয়েছিল অমিত শাহের মন্ত্রক। আইটিবিপির ডিজি পদে যোগদানের আগে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের (ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি)-স্পেশাল ডিজি পদে কর্মরত ছিলেন। বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি পুলিশ পদক, সুরক্ষা সেবা পদক-সহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি।