কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। —ফাইল চিত্র।
কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে চান বিজেপি সাংসদ তথা অভিনেতা-রাজনীতিক সুরেশ গোপী। তাঁর বক্তব্য, মন্ত্রিত্ব সামলাতে গিয়ে তাঁর রোজগার কমে গিয়েছে। তাই ওই পদে ইস্তফা দিয়ে পুরনো পেশা অভিনয়েই ফিরতে চান কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী গোপী।
গোপী কেরলের এক মাত্র বিজেপি সাংসদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সে রাজ্যের ত্রিশূর কেন্দ্র থেকে জয়ী হন তিনি। রবিবার কেরলের কন্নুরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমি সত্যিই অভিনয়টা চালিয়ে যেতে চাই। আমার আরও রোজগার করা দরকার। এখন আমার উপার্জন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।”
কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর বিকল্প কে হবেন, তা-ও জানিয়ে দিয়েছেন জনপ্রিয় মলয়লম অভিনেতা গোপী। রাজ্যসভার সাংসদ সি সদানন্দন মাস্টারের নাম প্রস্তাব করেছেন তিনি। চলতি বছরেই ওই বিজেপি নেতাকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গোপীর যুক্তি, সদানন্দন বয়সে তাঁর তুলনায় বড়। তাই সদানন্দনেরই মন্ত্রী হওয়া উচিত বলে জানান তিনি।
গোপী এ-ও বলেন যে, আমি কখনও মন্ত্রী হওয়ার আর্জি জানাইনি। নির্বাচনের এক দিন আগেই আমি সাংবাদিকদের বলেছিলাম যে, মন্ত্রী হতে চাই না। আমি সিনেমা করতে চাই।” তবে মন্ত্রী করার জন্য বিজেপি এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগেও এক বার সিনেমায় তাঁর দায়বদ্ধতার কথা জানিয়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন গোপী।