India-Pakistan Tensions

‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা, চেন্নাইয়ে সাসপেন্ড করা হল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে

‘অপারেশন সিঁদুরের’ সমালোচনা করায় সাসপেন্ড করা হল চেন্নাইয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে। ‘অনৈতিক কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে ওই অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৭:১৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

‘অপারেশন সিঁদুরের’ সমালোচনা করায় সাসপেন্ড করা হল চেন্নাইয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে। সম্প্রতি ওই অধ্যাপিকা হোয়াট্সঅ্যাপ স্টেটাসে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে হওয়া ওই সামরিক অভিযানের সমালোচনা করেন। তার পরেই ‘অনৈতিক কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে ওই অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়।

Advertisement

এস লোরা নামের ওই অধ্যাপিক চেন্নাইয়ের ‘এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-র সঙ্গে যুক্ত ছিলেন। বুধবার হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে তিনি লেখেন, “আমার রক্ত ঝরেছে বলে আমি নিরীহদের মারতে পারি না। নির্বাচনী চমক সাহসিকতা নয়। এটা ভীরুতার কাজ।” তাঁর এই স্টেটাসের স্ক্রিনশট সমাজমাধ্যমে পোস্ট করেন এক নেটাগরিক। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ওই পোস্ট ঘিরে শোরগোল শুরু হতেই পদক্ষেপ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপিকার বিরুদ্ধে সাসপেনশনের নোটিস দেন। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ওই অধ্যাপিকার বিরুদ্ধে তদন্ত হবে। এই বিতর্কে লেগেছে রাজনৈতিক রংও। তামিলনাড়ুর বিজেপি নেতা এসজি সুরিয়া এই ঘটনা প্রসঙ্গে বলেন, “ওই অধ্যাপিকা যাতে অন্য কোনও প্রতিষ্ঠানে চাকরি না-পান, তা আমরা নিশ্চিত করব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement