Aligarh Murder

বিয়ে পিছোতে প্রেমিকের সঙ্গে মিলে ঠাকুমাকে খুন কনের! ধরা পড়লেন ২০ দিন পর, উত্তরপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য

গত ১১ নভেম্বর ছাগল চরানোর নাম করে মাঠে নিয়ে গিয়ে ঠাকুমাকে গুলি করে খুন করেন দু’জনে। মাঠ থেকেই চন্দ্রাবতী (৬২) নামে ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয়। যদিও এত করেও শেষরক্ষা হয়নি। বিয়ে পিছোয়নি তরুণীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৫:০৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরিবারের সম্বন্ধ দেখে ঠিক করা বিয়েতে মত ছিল না। তাই বিয়ে পিছোতে প্রেমিকের সঙ্গে মিলে ঠাকুমাকে খুন করলেন তরুণী! গত মাসে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। ঘটনার ২০ দিন পর রবিবার আলিগড়েরই এক গ্রাম থেকে অভিযুক্ত তরুণী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ২৩ বছরের ওই তরুণীর নাম রুবি। গত ১৮ নভেম্বর তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু রবিশঙ্কর নামে ২৫ বছরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রুবির। তাই পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি ছিলেন না তরুণী। রুবির পরিবারের মালিকানাধীন একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন রবিশঙ্কর। এই সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। পুলিশ সূত্রে খবর, উপায় না দেখে শেষমেশ বিয়ে ঠেকাতে প্রেমিকের সঙ্গে মিলে নিজেরই ঠাকুমাকে খুনের ছক কষেন রুবি। পরিকল্পনা ছিল, ঠাকুমার মৃত্যু হলে স্বাভাবিক ভাবেই বিয়ে পিছিয়ে যাবে। আর সেই সুযোগে তাঁরা দূরে কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করবেন।

সেই মতো গত ১১ নভেম্বর ছাগল চরানোর নাম করে মাঠে নিয়ে গিয়ে ঠাকুমাকে গুলি করে খুন করেন দু’জনে। মাঠ থেকেই চন্দ্রাবতী (৬২) নামে ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয়। যদিও এত করেও শেষরক্ষা হয়নি। বিয়ে পিছোয়নি রুবির। নির্ধারিত দিনে পরিবারের পছন্দের পাত্রের সঙ্গেই বিয়ে হয়ে যায় তরুণীর। শেষমেশ বিয়ের ১২ দিনের মাথায়, রবিবার আলিগড়ের চান্দোখা গ্রাম থেকে রুবি ও তাঁর প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। আলিগড়ের সার্কেল অফিসার শিবম সিংহ বলেন, ‘‘মামলায় মূল অভিযুক্ত রুবি ও রবিশঙ্কর— দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। জেরায় অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন তাঁরা।” খুনে ব্যবহৃত বন্দুকটিও উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement