National news

নিজের খাবার, নিজের প্লেট নিয়ে দলিতের ঘরে ঢুকলেন বিজেপির মন্ত্রী

যে বাড়িতে খেতে গিয়েছিলেন মন্ত্রী, রজনাশ কুমার নামের সেই দলিত গৃহকর্তার দাবি, তিনি কাউকে বাড়িতে  আমন্ত্রণ জানাননি। মন্ত্রী যে তাঁর বাড়িতে আসবেন, সেটাও তাঁকে আগে জানানো হয়নি। এর পর গোটাটাই চমক। মন্ত্রী, তাঁর দলবল এল। সঙ্গে এলাহি খানা খাজানা। ঢেকুর তোলা ভোজন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০১৮ ১৯:১৩
Share:

দলিতের বাড়িতে ‘বিতর্কিত’ ভোজন।

দলিত ভোট এখন বড় বালাই। উচ্চ বর্ণবাদী তকমা ঝেড়ে, ‘আমরা তোমাদেরও লোক’ বোঝাতে, দলিতদের বাড়িতে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি। সাম্প্রতিক এমনই একটি ‘ফোটো শো’তে, উত্তরপ্রদেশের এক দলিতের বাড়িতে এলেন বিজেপির এক মন্ত্রী। কিন্তু সেই বাড়িতে তৈরি খাবার মুখেও তুললেন না। রেস্তরাঁ থেকে পালক পনীর, তন্দুরি রুটি, পোলাও, ছোলে ডাল মাখানি, রায়তা, স্যালাড, মিষ্টি এল— মন্ত্রীর ভোজন বলে কথা! কিনে আনতে হল নতুন থালা, বাটি, গ্লাস।

Advertisement

উত্তরপ্রদেশের আলিগড়ে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিকর অবস্থায় পড়ে গিয়েছে বিজেপি। খোঁচা খেতে হচ্ছে— এই তো দলিত প্রেম! অনেকে বলছেন, দলিত পরিবারের খাবার না খেয়ে তাঁদের অপমান করেছেন ষোগী সরকারের মন্ত্রী সুরেশ রানা। বিজেপির উপরতলার নির্দেশ, দলিতদের মন পেতে তাদের ঘরে যেতে হবে। দলিতদের সঙ্গে বসে খেতে হবে তাঁদের প্রতিদিনের খাবার। কিন্তু সেই পরিকল্পনা যে এ ভাবে বুমেরাং হয়ে ফিরে আসবে, সেটা হয়ত তারা নিজেরাও আঁচ করতে পারেনি দলীয় শীর্ষ নেতৃত্ব।

যে বাড়িতে খেতে গিয়েছিলেন মন্ত্রী, রজনাশ কুমার নামের সেই দলিত গৃহকর্তার দাবি, তিনি কাউকে বাড়িতে আমন্ত্রণ জানাননি। মন্ত্রী যে তাঁর বাড়িতে আসবেন, সেটাও তাঁকে আগে জানানো হয়নি। এর পর গোটাটাই চমক। মন্ত্রী, তাঁর দলবল এল। সঙ্গে এলাহি খানা খাজানা। ঢেকুর তোলা ভোজন।

Advertisement

আরও পড়ুন: সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডে ছোটা রাজনের যাবজ্জীবন

আরও পড়ুন: রাঁচী পৌঁছেই হাসপাতালে লালু

কিন্তু দলিতের ছোঁয়া খাবার এড়ানোর জন্যেই কি বাইরে থেকে নানান পদ আনানো হয়েছিল? অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ে সুরেশ রানার দাবি, তাঁর সঙ্গে অনেকেই ছিলেন। দলিত পরিবারকে বিব্রত করতে চাননি বলেই তিনি খাবার আনিয়েছিলেন বাইরে থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement