ভিডিয়োয় স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মঘাতী যুবতী। ছবি: সংগৃহীত।
স্বামী উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল। কাকাশ্বশুর উকিল। সেই বাড়িতেই এ হেন শ্বশুরবাড়ির পরিজনদের অত্যাচারে আত্মঘাতী হলেন বধূ! মৃত্যুর আগে রেখে গেলেন ভিডিয়োবার্তাও। সম্প্রতি উত্তরপ্রদেশের লখনউতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সৌম্যা কাশ্যপ। ভিডিয়োবার্তায় পুলিশ কনস্টেবল স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মঘাতী হয়েছেন সৌম্যা। আত্মহত্যার আগে রেকর্ড করা ভিডিয়োটি সমাজমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন ওই যুবতী। সেই ভিডিয়োটিও খুঁজে পেয়েছে পুলিশ (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে সৌম্যাকে বলতে শোনা গিয়েছে, শ্বশুরবাড়ির লোকেরা তাঁর স্বামীর অন্যত্র বিয়ে দিতে চান। সে জন্য শ্বশুরবাড়িতে তাঁর উপর অকথ্য নির্যাতন চালানো হত। এমনকি, তাঁর দেওর তাঁকে বেশ কয়েক বার প্রাণে মারার হুমকিও দেন। তাঁর কাকাশ্বশুর একজন আইনজীবী। তিনিও সৌম্যাকে খুন করার জন্য বাকিদের উস্কানি দিতেন বলে অভিযোগ।
ভিডিয়োটি দ্রুত ছড়িয়ে পড়তেই ছুটে যায় পুলিশ। কিন্তু যুবতীকে বাঁচানো যায়নি। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে উত্তর লখনউয়ের পুলিশ কর্তা জিতেন্দ্র দুবে বলেন, ‘‘ওই যুবতী আত্মহত্যা করেছেন। ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।’’ সৌম্যার স্বামী অনুরাগ সিংহ বক্সী কা তালাব থানার কনস্টেবল। তাঁর বিরুদ্ধেও তদন্ত করে দেখা হবে।