UP Murder

বাড়িতে ডেকে এনে স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন মহিলার, উত্তরপ্রদেশে ধৃত দম্পতি

পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী এক মহিলার সঙ্গে আনিসের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে তাঁকে বাড়িতে ডেকে নিয়ে আসেন মহিলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৬:৪৯
Share:

নিহত যুবক অনীশ। ছবি: সংগৃহীত।

প্রেমিককে বাড়িতে ডেকে এনে খুন করার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। স্বামীর সঙ্গে মিলে যুবককে খুন করেন বলে অভিযোগ। ঘটনাটি উত্তরপ্রদেশের সম্ভল জেলার। মৃত যুবকের নাম অনীশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী এক মহিলার সঙ্গে আনিসের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে তাঁকে বাড়িতে ডেকে নিয়ে আসেন মহিলা। প্রেমিকার বাড়িতে ঢুকতেই অনীশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। তার পর বিবস্ত্র করা হয়। মহিলা এবং তাঁর স্বামী অনীশকে স্ক্রুড্রাইভার এবং প্লায়ার্স দিয়ে আঘাত করে খুন করেন বলে অভিযোগ।

অনীশের বাবার দাবি, প্রতিবেশী মহিলা অনীশের কাছে থেকে এক বছর আগে ৭ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা বার বার চেয়েও পাননি অনীশ। সেই টাকার জন্যই অনীশকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ঘর থেকে রক্তমাখা একটি স্ক্রুড্রাইভার উদ্ধার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, এটি দিয়েই অনীশকে আঘাত করা হয়েছিল। যদিও অনীশের বাবা প্রেমের সম্পর্কের বিষয়টি নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনীশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement