Uttar Pradesh

আপত্তিকর ছবি ছড়িয়েছে প্রাক্তন প্রেমিক! ছেলেকে নিয়ে আত্মঘাতী মা

সামাজিক লজ্জা থেকে বাঁচতে নিজের পাঁচ বছরের পুত্রকে নিয়ে আত্মহত্যা করলেন ওই মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ১৭:১৯
Share:

প্রতীকী ছবি।

তিনি বিয়ে করেছিলেন ২০১২ সালে। বিয়ের আগে এক জনের সঙ্গে প্রেমের সম্পর্কও ছিল তাঁর। একাধিকবার প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি। প্রেমিক সেই সব ছবি ক্যামেরা বন্দি করেছিলেন নিজের ফোনে। সেই ছবি প্রাক্তন প্রেমিক সম্প্রতি ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। আর তার পরই এলাকার মানুযের কাছে ছড়িয়ে পড়ে সেই ছবি। সামাজিক লজ্জা থেকে বাঁচতে নিজের পাঁচ বছরের পুত্রকে নিয়ে আত্মহত্যা করলেন ওই মহিলা।

Advertisement

শনিবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফনগর জেলার খাটোলি শহরে। প্রাক্তন প্রেমিকের সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল হতেই ৩০ বছরের ওই মহিলাপাঁচ বছরের ছেলেকে নিয়ে শহরের নিকাশি খালে ঝাঁপ দেন।

পুলিশ খোঁজ চালিয়ে ওই মহিলার ছেলের দেহ উদ্ধার করেছে। কিন্তু ওই মহিলার দেহ এখনও উদ্ধার হয়নি। ওই মহিলার দেহের খোঁজ চালাচ্ছে পুলিশ। সঙ্গে খোঁজ চলছে ওই মহিলার প্রাক্তন পুলিশেরও। কিন্তু ওই মহিলার প্রাক্তন প্রেমিক কেন এ রকম করল তা এখনও জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন: মোদীতে মুগ্ধ! ছেলের নাম ‘নরেন্দ্র দামোদরদাস মোদী’ রাখলেন উত্তরপ্রদেশের মুসলিম মহিলা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement