Uttar Pradesh Murder Case

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান! যুবতীকে স্ক্রু ডাইভার দিয়ে ১৮ বার কুপিয়ে খুন, রহস্যের কিনারা ‘মিস্‌ড কলেই’

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, ওই যুবতীকে খুনের আগে ধর্ষণও করা হয়েছিল। যদিও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও উল্লেখ নেই বলেই পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ২২:২৮
Share:

—প্রতীকী চিত্র।

গবাদি পশুর খাবার কিনতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন মোরাদাবাদের এক যুবতী। শনিবার বাড়ি থেকে বার হলেও আর ফেরেননি। দিনভর খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাওয়া যায়নি তাঁর। রবিবার গ্রামেরই এক মাঠে ওই যুবতীয় ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর সারা শরীরের অন্তত ১৮ বার স্ক্র ডাইভার দিয়ে কোপ মারার চিহ্ন মিলেছে। কে বা কারা এমন নারকীয় কাণ্ড ঘটালেন, তা প্রথমে বুঝতে পারেননি কেউ।

Advertisement

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, ওই যুবতীকে খুনের আগে ধর্ষণও করা হয়েছিল। কারণ, যখন ওই যুবতীর দেহ উদ্ধার হয় তখন তাঁর গোপানাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। যদিও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও উল্লেখ নেই বলেই পুলিশ সূত্রে খবর। কোনও ধারাল অস্ত্র দিয়ে কোপানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।

তদন্তে নেমে পুলিশ ওই যুবতীর মোবাইল খুঁজে পায় মাঠেরই এক প্রান্তে। সেই মোবাইল ঘাঁটতে গিয়ে তদন্তকারীরা দেখেন, তাঁর ‘কল লিস্টে’ একই নম্বর থেকে পাঁচটি মিস্‌ড কল রয়েছে। সেই মিস্‌ড কলের সূত্র ধরে পুলিশ গ্রামেরই এক যুবকের খোঁজ পান। মৃতার মায়ের অভিযোগ, ওই যুবক প্রায়শই তাঁর কন্যাকে উত্যক্ত করতেন। এই খুনের সঙ্গে ওই যুবকের যোগ থাকতে পারে বলে সন্দেহ হয় পুলিশের। সন্দেহ থেকেই তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর জেরার মুখে যুবতীকে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।

Advertisement

অভিযুক্তের বয়ান অনুযায়ী, ওই যুবতীকে ভালবাসতেন তিনি। কিন্তু যুবতী বার বার তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। দিন কয়েক আগেই মৃতার অভিযোগের কারণে তাঁকে গ্রামের কয়েক জন মারধর করেন। তাতেই রাগ চেপে যায়। সেই ঘটনার পর থেকেই ওই যুবতীকে অনুসরণ করতে শুরু করেন অভিযুক্ত। শনিবার গ্রামেরই এক নির্জন স্থানে তাঁকে একা পেয়ে স্ক্রু ডাইভার দিয়ে আঘাত করে খুন করেন। এমনকি গোপনাঙ্গেও আঘাত করেছিলেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত। ঠান্ডা মাথায় খুন করার পর বাড়ি ফিরে যান তিনি। তার পরে স্নান করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন বলেও জানিয়েছেন অভিযুক্ত। পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement