UPI transaction

মে মাসে রেকর্ড ছুঁল ইউপিআই লেনদেন! মোট কত কোটি টাকার দেওয়ানেওয়া হল দেশ জুড়ে, জানাল কেন্দ্রীয় সংস্থা

গত মে মাসে ইউপিআই লেনদেন রেকর্ড ছুঁল দেশে। আগের এপ্রিল দেশ জুড়ে মোট যা ইউপিআই লেনদেন হয়েছিল, মে মাসে তার পাঁচ শতাংশ বেশি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৯:২৪
Share:

—ফাইল ছবি।

গত মে মাসে ইউপিআই লেনদেন রেকর্ড ছুঁল দেশে। আগের এপ্রিল দেশ জুড়ে মোট যা ইউপিআই লেনদেন হয়েছিল, মে মাসে তার পাঁচ শতাংশ বেশি হয়েছে। পরিসংখ্যা প্রকাশ করে এমনটাই জানাল সরকারি সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)।

Advertisement

এনপিসিআই জানিয়েছে, এপ্রিলে দেশে ইউপিআই লেনদেন হয়েছিল ২৩.৯৪ লক্ষ কোটি টাকার। ওই মাসে ১,৭৮৯.৩ কোটি বার লেনদেন হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মে মাসে টাকাপয়সা দেওয়ানেওয়া হয়েছে ১,৮৬৭.৭ কোটি বার। আর লেনদেন হয়েছে মোট ২৫.১৪ লক্ষ কোটি টাকা। আর গত বছর মে মাসে লেনদেন হয়েছিল ২০.৪৪ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর ইউপিআই লেনদেন ২৩ শতাংশ বেড়েছে মে মাসে।

আর্থিক লেনদেন সংক্রান্ত সংস্থা ‘স্পাইস মানি’র প্রতিষ্ঠাতা এবং কর্ণধার দিলীপ মোদী বলেন, ‘‘ভারত যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে, তা আরও এক বার প্রমাণ হয়ে গেল। এ থেকেই বোঝা যাচ্ছে, ইউপিআই লেনদেনের বিশ্বাসযোগ্যতা ঠিক কতটা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement