UPSC Prelims 2020

ইউপিএসসি পরীক্ষা নির্দিষ্ট দিনেই, দিন বদলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

করোনা এবং বন্যার কথা মাথায় রেখে ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা দুই থেকে তিন মাস পিছনোর আবেদন করেছিলেন এক দল পরীক্ষার্থী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৭
Share:

—ফাইল চিত্র

করোনা সংক্রমণের কারণে স্থগিত করা যাবে না ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-র প্রিলিমিনারি পরীক্ষা। ২০ জন পরীক্ষার্থীর আবেদন খারিজ করে বুধবার এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে এ বার যাঁরা শেষ বারের মতো পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন তাঁদের স্বার্থ বিবেচানা করে দেখার জন্য কেন্দ্রকে বলেছে সুপ্রিম কোর্ট।

Advertisement

করোনা পরিস্থিতি এবং দেশের বিভিন্ন অংশে বন্যার কথা মাথায় রেখে ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা দুই থেকে তিন মাস পিছনোর আবেদন করেছিলেন এক দল পরীক্ষার্থী। এ দিন সেই মামলার শুনানি ছিল বিচারপতি এএম খানউইলকর, বিআর গাওয়াই এবং কৃষ্ণা মুরারির বেঞ্চে। ওই আবেদনের বিরোধিতা করে ইউপিএসসি। তাদের বক্তব্য ছিল, পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্র এবং উপ কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে করোনা সংক্রমণ রুখতে শারীরিক দূরত্ব বজায় রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

এর পরই শীর্ষ আদালতের বেঞ্চ পরীক্ষার্থীদের ওই আবেদন খারিজ করে দেয়। বিচারপতিরা বলেন, প্রতি বছরই পরিবেশগত কোনও না কোনও ইস্যু থাকে। তাঁদের মতে, এটা সাধারণ ছাড়ত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার মতো বিষয় নয়। ইউপিএসসি পরীক্ষার্থীদের ‘খোলস’ এবং ‘নিরাপদ বৃত্ত’ থেকে বেরিয়ে এসে পরীক্ষা দেওয়ার কথাও বলেছেন বিচারপতিরা। তাঁদের মতে এ ভাবে পরীক্ষা পিছোলে ‘ঢেউ’ আসতে থাকবে।

Advertisement

আরও পড়ুন: রাজ্যে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ, বাড়ল সংক্রমণের হারও

আরও পড়ুন: বাবরি মসজিদ ধ্বংস মামলায় আডবাণী-জোশীরা সবাই বেকসুর

এ দিন ২০২০ এবং ২০২১ সালের পরীক্ষা এক সঙ্গে নেওয়ার আবেদনেও কান দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী ৪ অক্টোবর ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন