(বাঁ দিক থেকে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে ফের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ট্রাম্প। তাঁর দাবি, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন মোদী। যদিও ট্রাম্পের সঙ্গে ফোনালাপের বিষয়ে সমাজমাধ্যম পোস্টে এমন কোনও মন্তব্যই করেননি ভারতের প্রধানমন্ত্রী। মোদী জানিয়েছেন, দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে কথা হয়েছে দু’জনের।
আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ‘নেটো’র প্রধান মার্ক রুটের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প। ওই সময়েই ট্রাম্প ঘোষণা করেন, দুই রুশ তৈল সংস্থা ‘রসনেফ্ট’ এবং ‘লুকঅয়েল’-এর উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। রাশিয়া থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গেও তখন সাংবাদিকেরা প্রশ্ন করেন ট্রাম্পকে। উত্তরে তিনি বলেন, “আপনারা জানেন যে ভারত আমাকে আশ্বস্ত করেছে, তারা এটা বন্ধ করে দেবে। এটি একটি প্রক্রিয়া। হুট করে (রাশিয়া থেকে তেল কেনা) বন্ধ করে দেওয়া যায় না। তবে চলতি বছর শেষ হতে হতে তারা (রাশিয়ার তেল) প্রায় কিছুই আর নেবে না। এটা খুব বড় বিষয়। (এখন যে পরিমাণ কেনা হয়, তার থেকে) প্রায় ৪০ শতাংশে নামিয়ে আনা হবে।” এর পরেই ট্রাম্প আরও বলেন, “ভারত খুবই ভাল। গতকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে। তাঁরা সত্যিই দুর্দান্ত।”
মস্কো থেকে নয়াদিল্লির তেল কেনার ঘোর বিরোধী ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথা বললেও, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে ভারতের উপর ‘জরিমানা’ চাপিয়েছেন তিনি। রুশ জ্বালানি কেনার জন্য আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। ভারতের উপর ট্রাম্পের মোট শুল্ককোপের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ শতাংশ।
এর আগেও ট্রাম্প দাবি করেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে মোদী তাঁকে আশ্বস্ত করেছেন। গত সপ্তাহে ট্রাম্পের ওই দাবির পর পরই ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছিল, যে সময়ের কথা ট্রাম্প বলছেন, ওই সময়ে মোদীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। নয়াদিল্লি একপ্রকার বুঝিয়ে দিয়েছে, ট্রাম্পের ওই দাবি অসত্য ছিল। নয়াদিল্লির এই অবস্থানের কথা ট্রাম্পের কানেও গিয়েছে।
গত সোমবার এয়ার ফোর্স১ বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। ভারতের উপর শুল্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। ট্রাম্প বলেন, ‘‘আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছিলেন, রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না।’’ এর পর এক সাংবাদিক জানতে চান, ভারত সরকার তাহলে কেন এই দাবি অস্বীকার করছে? ট্রাম্প বলেন, ‘‘সেটা তো আমি জানি না। কিন্তু ওরা যদি এখন সেটা বলতে চায়, তবে ওদের চড়া হারে শুল্ক দিয়ে যেতে হবে। নিশ্চয়ই ওরা সেটা চায় না।’’ এই অবস্থায় বুধবার (স্থানীয় সময় অনুসারে) ফের ট্রাম্প দাবি করলেন, মোদী তাঁকে আশ্বস্ত করেছেন যে, রাশিয়া থেকে তেল কেনা ধীরে ধীরে কমিয়ে আনবে ভারত।