চরবৃত্তির অভিযোগে ধৃত মহম্মদ হারুন। ছবি: সংগৃহীত।
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতারির সংখ্যা বেড়েই চলেছে। দিল্লি থেকে মহম্মদ হারুন নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। ফলে এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১৪। তার মধ্যে পঞ্জাব থেকে ধৃতের সংখ্যা সাত, হরিয়ানা থেকে ইউটিউবার জ্যোতি মলহোত্রা-সহ পাঁচ এবং উত্তরপ্রদেশের বারাণসী থেকে এক জন এবং দিল্লি থেকে আর এক জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে তুফাইল নামে এক ব্যক্তিকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে এটিএস। তাঁর সূত্র ধরেই দিল্লিতে হদিস মেলে হারুনের। তার পরই বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে হারুনকে গ্রেফতার করে পুলিশ। এটিএস সূত্রের খবর, সীলমপুর থেকে হারুনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে লোহালক্কর ছাঁটের কারবার করতেন হারুন। তাঁর দু’টি বিয়ে। দ্বিতীয় স্ত্রী থাকেন পাকিস্তানে। সেই সূত্রে পাকিস্তানে নিয়মিত যাতায়াত ছিল হারুনের।
এটিএস সূত্রে খবর, হারুনের পরিবার তাদের কাছে দাবি করেছে, পাকিস্তানে দ্বিতীয় বিয়ের কথা তারা জানত না। তবে এটা স্বীকার করেছে যে, হারুন মাঝেমধ্যেই পাকিস্তানে যেতেন। গত ৫ এপ্রিল শেষ বার পাকিস্তানে গিয়েছিলেন। ২৫ এপ্রিল ভারতে ফিরে আসেন। এটিএস সূত্রে খবর, পাক হাইকমিশনের এক আধিকারিকের সঙ্গে হারুনের যোগাযোগ ছিল। এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ, হারুনকে দিয়ে চরবৃত্তির কাজ করাতেন।