কনস্টেবলকে জুতোপেটা উত্তরপ্রদেশের বিধায়কের!

কনস্টেবল জানিয়েছেন, কিষানের সমর্থকেরা তাঁকে মূত্রপান করতে বাধ্য করেন।

Advertisement

সংবাদ সংস্থা

পিলভিট শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০১:৩৯
Share:

প্রতীকী ছবি।

এক কনস্টেবলকে জুতোপেটা করে মূত্রপান করানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বারখেড়ার বিজেপি বিধায়ক কিষান লাল রাজপুতের বিরুদ্ধে।

Advertisement

প্রহৃত কনস্টেবল মোহিত গুজ্জরের অভিযোগ, রাহুল নামে এক ব্যক্তির থেকে ৫০ হাজার টাকায় একটি মোটরবাইক কিনেছিলেন তিনি। মোটরবাইকটির রেজিস্ট্রেশনের আইনি কাগজপত্র না থাকায় সেটি মোহিতের নামে করা যাচ্ছিল না। ফলে ১২ সেপ্টেম্বর গাড়িটি ফেরত দিয়ে টাকা ফেরত চান মোহিত। রাহুল তাঁকে পিলভিটের একটি জায়গায় দেখা করতে বলেন। সেখানে রাহুলের সঙ্গে ছিলেন কিষান রাজের ভাইপো ঋষভ ও আরও অনেকে। মোহিতের অভিযোগ, ‘‘আমি ওখানে পৌঁছনোর পরে ওরা আমায় প্রবল মারধর করে। আমাকে মারতে গুলিও করে। কোনও মতে রক্ষা পাই। ওরা আমার গলার সোনার চেন ও টাকার ব্যাগ কেড়ে নেয়।’’

আরও পড়ুন: নাগরিকত্ব আইন বাতিল করার প্রস্তাব পাশ কেরল বিধানসভায়

Advertisement

মোহিতের আরও অভিযোগ, প্রাণ বাঁচাতে অসম রোড পুলিশ চৌকিতে ছুটে যান তিনি। সেখানে কিষাণ লাল রাজপুত তাঁর দলবল নিয়ে হাজির হয়ে জুতোপেটা করতে শুরু করেন মোহিতকে। ওই কনস্টেবল জানিয়েছেন, কিষানের সমর্থকেরা তাঁকে মূত্রপান করতে বাধ্য করেন। মোহিতের দাবি, চৌকিতে তখন অনেক পুলিশ কর্মী থাকলেও প্রত্যেকে সেই সময়ে নীরব ছিলেন। তিনি সুনগড়ী থানায় এ নিয়ে অভিযোগ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ওই কনস্টেবল জানিয়েছেন, তিনি আদালতে যাওয়ার পরেই পুলিশ ওই বিধায়ক ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে এফআইআর করে। কিষান লাল রাজপুত, ঋষভ ও রাহুল-সহ মোট ৫০ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন