ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ। —প্রতীকী চিত্র।
উত্তরপ্রদেশের কানপুরে প্রায় ৩০০ কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেআইনি ভাবে দখলের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় এ বার গ্রেফতার হলেন উত্তরপ্রদেশ পুলিশের এক নিলম্বিত হওয়া ইনস্পেক্টর। ওয়াক্ফের সম্পত্তি বেআইনি ভাবে জবরদখলের নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
অভিযোগকারীর দাবি, ১৯১১ সালে ৯৯ বছরের জন্য ইজারায় দেওয়া হয়েছিল ওয়াকফের ওই সম্পত্তিটি। ২০১০ সালে ওই ইজারার মেয়াদ শেষ হয়। এর পর থেকেই ওই সম্পত্তি নিয়ে বিবাদ চলে আসছিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অখিলেশ দুবে নামে এক আইনজীবী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ ওঠে। ওই আইনজীবী বর্তমানে জেলবন্দি। ওই অভিযোগের তদন্তে উঠে আসে সভজিৎ মিশ্র নামে এক নিলম্বিত পুলিশকর্মীর নামও। শুক্রবার দীর্ঘ আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কিন্তু সন্তোষজনক উত্তর না-মেলায় তাঁকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত আইনজীবীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই পুলিশকর্মীর। কানপুরের গ্বল তোলি থানার ওসি সন্তোষ গৌড় জানিয়েছেন, ওই মামলার তদন্তে নথি জাল করার প্রমাণ মিলেছে। ভুয়ো পরিচয় বানিয়ে মিথ্যা হলফনামা জমা দেওয়ার অভিযোগও উঠে এসেছে। ঘটনার তদন্তে তাঁর নাম জড়ানোর পরে গত অগস্ট মাসে উত্তরপ্রদেশ পুলিশ নিলম্বিত করে ওই অভিযুক্ত ইনস্পেক্টরকে। এ বার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, নথি জাল, তোলাবাজি-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
বস্তুত, এর আগে ভুয়ো পরিচয়ে ওয়াকফ সম্পত্তি অপব্যবহারের অভিযোগ উঠেছিল গুজরাতেও। কয়েক মাস আগে ওই মামলার তদন্তে গুজরাতের বিভিন্ন জায়গায় হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতারও করেছিল পুলিশ। পরে ওই মামলার সঙ্গে সম্পর্কিত আর্থিক দুর্নীতির তদন্তে নামে ইডিও।