Digital Arrest

বিজ্ঞানীকে তিন দিন ধরে ‘ডিজিটাল গ্রেফতার’! সিবিআই আধিকারিক সেজে এক কোটি টাকার প্রতারণা

সাইবার প্রতারণার ফাঁদে পড়লেন উত্তরপ্রদেশের এক প্রবীণ বিজ্ঞানী। তাঁকে তিন দিন ধরে ‘ডিজিটাল গ্রেফতার’ করে এক কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৬:৫৭
Share:

‘ডিজিটাল গ্রেফতার’ করে প্রতারণার অভিযোগ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম। গ্রাফিক সহায়তা: এআই।

এক প্রবীণ বিজ্ঞানীকে ‘ডিজিটাল গ্রেফতার’ করে এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলীতে। সিবিআই আধিকারিক সেজে তিন দিন ধরে তাঁকে ‘গ্রেফতার’ করে রেখেছিল প্রতারকেরা। ওই ঘটনায় ইতিমধ্যে দুই সাইবার জালিয়াতকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক সুখদেব নন্দীর সঙ্গে সম্প্রতি হোয়াট্‌সঅ্যাপে যোগাযোগ করে প্রতারকেরা। একটি মিথ্যা মামলার কথা বলে তাঁকে ‘ডিজিটাল গ্রেফতার’ করে তিন দিন ধরে ঘরবন্দি করে রাখা হয়। ওই সময়ে তাঁর থেকে দফায় দফায় ১ কোটি ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। মামলার ভয় দেখিয়ে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ওই টাকা পাঠাতে তাঁকে বাধ্য করেন প্রতারকেরা। পরে বিষয়টি বুঝতে পরে থানায় অভিযোগ জানান সুখদেব। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স। রবিবার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় প্রবীণকুমার সিংহ এবং মেহফুজ় নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। লখনউ থেকে পাকড়াও করা হয় তাঁদের। ধৃতদের থেকে দু’টি মোবাইল, প্যান কার্ড, আধার কার্ড এবং ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে।

শনিবারই সংবাদসংস্থা পিটিআই জানায়, মহারাষ্ট্রের এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে ‘ডিজিটাল গ্রেফতার’-এর ফাঁদে ফেলার চেষ্টা করে প্রতারকেরা। বম্বে হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিজয় দাগাকে ফোন করে প্রতারকেরা একই রকম ভাবে একটি ভুয়ো মামলায় নাম জড়িয়ে যাওয়ার কথা বলে। সে কথা বলে প্রতারকেরা তাঁকে ‘ডিজিটাল গ্রেফতার’ করে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। যদিও প্রতারকদের ফাঁদ আগে থেকেই বুঝে গিয়েছিলেন ওই অবসরপ্রাপ্ত বিচারপতি। সঙ্গে সঙ্গে তিনি নাগপুর পুলিশের সাইবার শাখায় বিষয়টি জানান। ইতিমধ্যে ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে খবর, রাজস্থান-গুজরাত সীমানা বরাবর কোনও জায়গা থেকে ওই ফোনটি গিয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতির কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement