বিজেপির স্টিং অপারেশনের জেরে সাসপেন্ড হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের ব্যক্তিগত সচিব মহম্মদ শাহিদ। রাজ্যের মদ কেলেঙ্কারিতে যুক্ত থাকার পাশাপাশি ২০১৩ সালের বন্যায় শাহিদ ত্রাণসামগ্রী লুঠ করেছেন বলে অভিযোগ বিজেপির। হরিশ রাওয়াত অবশ্য প্রশ্ন তুলেছেন ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়েই। যদিও সাসপেন্ড করা হয়েছে ওই সচিবকে।