৪০০ বছরের রীতি ভেঙে মহিলা, দলিতদের প্রবেশাধিকার দিল উত্তরখণ্ডের মন্দির

কেরলের সবরিমালা মন্দিরে যখন মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বিতর্কিত আইনি লড়াই চলছে তখনই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ডের গেরওয়ালের জৌনসর বাওয়ার এলাকার পরশুরাম মন্দির। ৪০০ বছরের রীতি ভেঙে মন্দিরে মহিলা ও দলিতদের প্রবেশাধিকার দিল এই মন্দির। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এ বার থেকে সকলের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ১০:৩৭
Share:

কেরলের সবরিমালা মন্দিরে যখন মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বিতর্কিত আইনি লড়াই চলছে তখনই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ডের গেরওয়ালের জৌনসর বাওয়ার এলাকার পরশুরাম মন্দির। ৪০০ বছরের রীতি ভেঙে মন্দিরে মহিলা ও দলিতদের প্রবেশাধিকার দিল এই মন্দির। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এ বার থেকে সকলের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার।

Advertisement

মন্দির কমিটির চেয়ারম্যান জহর সিং চৌহান বলেন, এই অঞ্চলের উন্নয়ন হচ্ছে। আমাদের সাক্ষরতার হার বাড়ছে। এ বার পরিবর্তনের সময় এসেছে। গত কয়েক মাসে বারে বারেই প্রাচীন নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এই এলাকার দলিতরা। তাঁদের আন্দোলনের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। দলিত নেতা দৌলত কুঁয়ার জানান, ‘‘টানা ১৩ বছর ধরে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। পরশুরাম মন্দির কর্তৃপক্ষেরপশুবলি বন্ধ করার সিদ্ধান্তকেও আমরা স্বাগত জানাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement