Vaishno Devi Yatra

রবিবার থেকে আবার শুরু হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা! ভারী বৃষ্টি আর ধসের কারণে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছিল

২৬ অগস্ট বৈষ্ণোদেবী যাওয়ার পথে অর্ধকুমারীতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ভয়ঙ্কর ধস নামে। সেই ধসে চাপা পড়ে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অনেকে। সেই ঘটনার পর যাত্রা স্থগিত করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯
Share:

বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধস। ফাইল চিত্র।

জম্মু-কাশ্মীরে আবহাওয়ার উন্নতি হতেই আবার শুরু হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা। সব কিছু ঠিক থাকলে রবিবার থেকেই এই যাত্রা শুরু হতে চলেছে। গত অগস্টে ভারী বৃষ্টি আর ধসের কারণে পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে এই যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বৈষ্ণোদেবী মন্দির কমিটি। ২৬ অগস্ট বৈষ্ণোদেবী যাওয়ার পথে অর্ধকুমারীতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ভয়ঙ্কর ধস নামে। সেই ধসে চাপা পড়ে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অনেকে।

Advertisement

সেই ঘটনার পরই বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করে দেওয়া হয়। মন্দির কমিটি এবং প্রশাসনের তরফে জানানো হয়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই যাত্রা স্থগিত রাখা হচ্ছে। তার পর থেকে দু’সপ্তাহ পেরিয়েছে। জম্মু-কাশ্মীরের আবহাওয়া উন্নতি হওয়ায় তাই আবার এই যাত্রা চালু করা হচ্ছে। গত অগস্ট জুড়েই জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি এবং তার জেরে কোথাও কোথাও ধস নেমেছে। বৈষ্ণোদেবীর যাত্রাপথে অনেক জায়গায় ধস নামায় পুণ্যার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা ছিল। তাই কোনও রকম ঝুঁকি না নিয়েই প্রশাসনও এই যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তা ছাড়া জম্মু-শ্রীনগর জাতীয় সড়কও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার পথে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয় ধসের জেরে। সেগুলিকে দ্রুত মেরামত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাই আবার এই যাত্রা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement