বেতন নিয়ে নির্দেশ হাইকোর্টের

ত্রিপুরায় আদালতের কর্মীরাও ষষ্ঠ পে কমিশনের সুপারিশের সুযোগ-সুবিধা পাবেন। ত্রিপুরা হাইকোর্ট এই রায় দিয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার ষষ্ঠ পে কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করলেও, কোনও কোনও ক্ষেত্রে আর্থিক ক্ষতি বা বঞ্চনা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন আদালতের সরকারি কর্মীদের একাংশ।

Advertisement
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৩
Share:

ত্রিপুরায় আদালতের কর্মীরাও ষষ্ঠ পে কমিশনের সুপারিশের সুযোগ-সুবিধা পাবেন। ত্রিপুরা হাইকোর্ট এই রায় দিয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার ষষ্ঠ পে কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করলেও, কোনও কোনও ক্ষেত্রে আর্থিক ক্ষতি বা বঞ্চনা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন আদালতের সরকারি কর্মীদের একাংশ। নতুন বেতনক্রম সম্পূর্ণ ভাবে কার্যকর করার দাবিতে ২০১৫ সালে ত্রিপুরা হাইকোর্টে তাঁরা রিট আবেদন দাখিল করেছিলেন। গত কাল বিচারপতি শুভাশিস তলাপাত্র নির্দেশ দেন, আদালত কর্মীদের জন্য ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কার্যকর হবে। আদালতের কর্মীদের ষষ্ঠ পে কমিশনের সুবিধা না দেওয়ার জন্য রাজ্য সরকার আর্থিক সীমাবদ্ধতার কারণ দেখালেও, তা গ্রহণযোগ্য হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement