Indian Railways

রেল লাইনের উপরে উনুন পেতে রান্নাবান্না, পড়াশোনাও করছে ছোটরা, দেখে কী বলল রেল?

ভিডিয়োয় ওই দৃশ্যের নেপথ্যে ক্রমাগত শোনা যাচ্ছে আশেপাশে ট্রেন যাওয়া আসার শব্দ। পরে ক্যামেরা কিছুটা দূরে সরে গেলে দেখা যায় স্টেশন থেকে খুব দূরে নয় ওই রেললাইন। সেখানেই সংসার পেতে ফেলেছে একটি বা একাধিক পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ১৯:৪১
Share:

ছবি: এক্স (সাবেক টুইটার)।

লোকাল ট্রেনের লাইনে বসেই উনুন পেতে চলছে রান্নাবান্না। তার ঠিক পাশেই দু’টি কমবয়সি ছেলেমেয়ে স্কুলের পোশাক পড়ে বই হাতে পড়াশোনা করছে। তাদের বসার জায়গা রেল লাইনের উঁচু ধাতব অংশটি। কিছুটা দূরে অবশ্য একজন চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন রেলের লাইনের ঠিক মাঝখানটিতেই! মহারাষ্ট্রের মাহিম জংশনের এই দৃশ্য দেখে হতবাক দেশ। সমাজমাধ্যমে অনেকেই এই ঘটনার একটি ভিডিয়ো রেকর্ডিংয়ের প্রতি রেলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাতে নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষও।

Advertisement

মুম্বই ম্যাটার্স নামে এক্স হ্যান্ডলের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল সমাজ মাধ্যমে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নজর টেনেছে গোটা দেশের। নেটাগরিকেরা সমস্বরে দাবি জানিয়েছেন, অবিলম্বে ভিডিয়োয় দেখতে পাওয়া পরিবারটির বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করুক। কেউ কেউ মাহিমের বাসিন্দা এবং নিত্যযাত্রীদের অনুরোধ করেছেন, এ ব্যাপারে হয় রেলের স্থানীয় দায়িত্বপ্রাপ্তের কাছে, নয়তো স্থানীয় ওয়ার্ড প্রশাসনের কাছে চিঠি দিন। কারণ এখানে যা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করা দরকার।

ভিডিয়োয় ওই দৃশ্যের নেপথ্যে ক্রমাগত শোনা যাচ্ছে আশেপাশে ট্রেন যাওয়া আসার শব্দ। পরে ক্যামেরা কিছুটা দূরে সরে গেলে দেখা যায় স্টেশন থেকে খুব দূরে নয় ওই রেললাইন। সেখানেই সংসার পেতে ফেলেছে একটি বা একাধিক পরিবার।

Advertisement

এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই মধ্য রেলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মুম্বই সেন্ট্রাল ওয়েস্টার্ন রেলওয়েজের ডিআরএমের সঙ্গে যোগাযোগ করেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস নাউ। তিনি এই ব্য়াপারে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন মুম্বই সেন্ট্রাল ওয়েস্টার্ন রেলওয়েজের ডিআরএমকে। আপাতত মুম্বই সেন্ট্রাল ডিভিশনে আরপিএফকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে জানানো হয়েছে ওই সংবাদ মাধ্যম সূত্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন