Tamil Nadu Stampede

‘আমরা ভুল করিনি, স্ট্যালিন কি বদলা নিতে চাইছেন?’ পদপিষ্টে ৪১ জনের মৃত্যুর পর প্রথম বার প্রকাশ্যে নেতা-অভিনেতা বিজয়

তামিলনাড়ুতে তাঁর প্রচারসভায় পদপিষ্টের ঘটনায় ৪১ জনের মৃত্যুর পর প্রথম বার প্রকাশ্যে এলেন তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা ‘থলপতি’ বিজয়। তাঁর দাবি, তিনি বা তাঁর দল কোনও ভুল করেননি। তাঁরা সব ‘প্রোটোকল’ মেনেই সভা করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৮
Share:

তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনা নিয়ে মুখ খুললেন নেতা-অভিনেতা বিজয়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তামিলনাড়ুতে তাঁর প্রচারসভায় পদপিষ্টের ঘটনায় ৪১ জনের মৃত্যুর পর প্রথম বার প্রকাশ্যে এলেন তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা ‘থলপতি’ বিজয়। তাঁর দাবি, তিনি বা তাঁর দল কোনও ভুল করেননি। তাঁরা সব ‘প্রোটোকল’ মেনেই সভা করেছিলেন। এখন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রতিশোধ নিতে চাইছেন বলেই দাবি করলেন নেতা-অভিনেতা।

Advertisement

গত শনিবার রাতে তামিলনাড়ুর করুরে পদপিষ্টের ঘটনা ঘটে। তার দু’দিন পর মঙ্গলবার একটি ভিডিয়ো বার্তায় বিজয় বলেন, ‘‘মানুষের সুরক্ষার সঙ্গে আমরা কখনওই সমঝোতা করিনি। সমস্ত রাজনৈতিক মতবিরোধ দূরে সরিয়ে রেখেই আমরা পুলিশের থেকে সভার অনুমতি নিয়েছিলাম। সভা যাতে নিরাপদ জায়গাতেই হয়, সেটাই চাইছিলাম আমরা। কিন্তু যেটা ঘটেছে, সেটা ঘটা উচিত হয়নি। এ রকম বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে কখনও পড়তে হয়নি আমাকে। ভীষণ কষ্ট পাচ্ছি আমি।’’

পদপিষ্টের ঘটনার পর কেন বিজয় ঘটনাস্থলে ফিরে গেলেন না, কেন সেখান থেকে চলে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিনেতা বলেন, ‘‘আমি ফিরে যেতে চেয়েছিলাম। কিন্তু তাতে পরিস্থিতি আরও খারাপ হত। তাই ফিরে যাইনি আমি।’’ গোটা ঘটনায় বিজয়ের দলের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাও রুজু হয়েছে। এ নিয়ে অভিনেতা বলেন, ‘‘আপনার যদি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা থাকে, যা ইচ্ছে আমার সঙ্গে করুন। কিন্তু আমার নেতাদের গায়ে হাত দেবেন না। আমি বাড়িতে বা অফিসে আছি।’’

Advertisement

জল্পনা ছিল, পদপিষ্টের ঘটনায় বিজয়কেও স্ট্যালিন সরকারের পুলিশ গ্রেফতার করতে পারে। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্নও করা হয়েছিল। জবাবে স্ট্যালিন বলেছিলেন, ‘‘রাজনৈতিক ভাবনায় ভাবিত হয়ে আমি কোনও প্রশ্নের উত্তর দিতে চাই না।’’ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, রাজ্য প্রশাসন কোনও পদক্ষেপ করলে, তা তদন্ত কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতেই করবে।

অন্য দিকে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজয়ের দল। একই দাবি তুলেছেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাইও। তবে একই সঙ্গে সে রাজ্যের বিজেপি নেতৃত্ব গোটা ঘটনার জন্য ডিএমকে প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement