টাকা ফেরত নিয়ে মোদীকে প্রশ্ন মাল্যের

বৃহস্পতিবার এই প্রশ্নই তুলেছেন পলাতক শিল্পপতি বিজয় মাল্য।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৫
Share:

বিজয় মাল্য। ফাইল চিত্র।

তিনি টাকা ফেরতের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ব্যাঙ্কগুলিকে সেই টাকা নিতে বলছেন না। বৃহস্পতিবার এই প্রশ্নই তুলেছেন পলাতক শিল্পপতি বিজয় মাল্য।

Advertisement

ব্রিটেনের একটি আদালত ইতিমধ্যেই মাল্যকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে। মাল্য এ দিন নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘‘সংসদে প্রধানমন্ত্রীর শেষ বক্তৃতা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। নাম না করে তিনি বলেছিলেন, এক জন ব্যক্তি ৯০০০ কোটি টাকা নিয়ে পালিয়েছেন। পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে আমার উদ্দেশেই এ কথা বলেছিলেন।’’ দ্বিতীয় টুইটে মাল্যের প্রশ্ন, ‘‘বিনীত ভাবে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, তিনি আমার দেওয়া টাকা ব্যাঙ্কগুলিকে ফেরত নিতে কেন নির্দেশ দিচ্ছেন না?’’ এখানেই থেমে থাকেননি ওই পলাতক শিল্পপতি। প্রধানমন্ত্রী মোদীকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘‘কিংফিশারের জন্য নেওয়া ঋণের টাকা তো আমি ফেরত দিয়েই রেখেছি। যাতে উনি জনগণের টাকা ফেরত আনতে পেরেছেন বলে কৃতিত্ব নিতে পারেন।’’

মাল্য দাবি করেন, টাকা ফেরতের প্রস্তাব তিনি কর্নাটক হাইকোর্টে দিয়েছিলেন। সেই প্রস্তাব ছিল স্পষ্ট এবং তা সৎ উদ্দেশ্যেই দেওয়া হয়েছিল। তাঁর প্রশ্ন, এর পরও ব্যাঙ্কগুলি তা গ্রহণ করছে না কেন? মাল্যের দাবি, তিনি সম্পদ লুকিয়ে রেখেছেন বলে যে প্রচার হচ্ছে, তা অসত্য এবং লজ্জাজনক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন