গণপ্রহারে হত যুবক

ফের ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে মারার ঘটনা ঘটল নাগাল্যান্ডে। এ বারেও ঘটনাস্থল ডিমাপুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০৩:২৩
Share:

ফের ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে মারার ঘটনা ঘটল নাগাল্যান্ডে। এ বারেও ঘটনাস্থল ডিমাপুর।

Advertisement

ডিমাপুর পুলিশ জেলার এডিসি সউকা কাখেতো জানান, ধনসিরিপার এলাকার অন্তর্গত খেকিহো গ্রামের একটি মেয়ে ১১ জুলাই থেকে নিখোঁজ ছিল। গ্রামবাসীরা তল্লাশি চালিয়ে লোতাভি গ্রামের বাসিন্দা হুসেন আলির (৩৫) বাড়ি থেকে তাকে উদ্ধার করে। গ্রামবাসীদের দাবি, হুসেন মেয়েটিকে অপহরণ করে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেছে। গ্রামের মানুষ হুসেনকে মারধর শুরু করে। গ্রামের প্রবীণরা কোনও মতে তাকে উদ্ধার করে ধনসিরিপার ফাঁড়িতে নিয়ে যান। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হুসেনকে পিটিয়ে মারার অভিযোগে পুলিশ আব্দুল শাহিদ ও হাতিম মিঞা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। মেয়েটি এখন চিকিত্সাধীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement