Chennai

ট্রাম্পকে স্বাগত জানাতে ১০৭ কেজির ইডলি বানালেন চেন্নাইয়ের শিল্পী

বিভিন্ন প্রান্তে রকমারি আয়োজনের তালিকায় নতুন সংযোজন চেন্নাইয়ের এক শেফের তৈরি ইডলি।  

Advertisement

সংবাদ সংস্থা    

চেন্নাই শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৩
Share:

ট্রাম্প-মোদী ইডলি। ছবি-রয়টার্স।

ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে অভর্থ্যনা জানাতে দেশের বিভিন্ন প্রান্তে রকমারি আয়োজনের ছবি ভেসে উঠছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। বিভিন্ন প্রান্তে রকমারি আয়োজনের তালিকায় নতুন সংযোজন চেন্নাইয়ের এক শেফের তৈরি ইডলি।

Advertisement

চেন্নাইয়ের ফুড আর্টিস্ট ইনিয়াভান তৈরি করেছেন সেই ইডলি। একটি ইডলির উপর রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ। অন্য একটি ইডলিতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। আর একটি ইডলির উপর সাজানো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। দুই দেশের রাষ্ট্রপ্রধান ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই এই তিনটি ইডলির মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন ইনিয়াভান। তাঁর তৈরি তিনটি ইডলির মিলিত ওজন প্রায় ১০৭ কেজি।

প্রসঙ্গত, সোমবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে করে ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। সপরিবারে ভারতে এসে প্রথমে সাবরমতী আশ্রম পরিদর্শন করেন তিনি।

Advertisement

আরও পড়ুন: স্ট্রেস কাটাতে জুম্বা নাচ বেঙ্গালুরু পুলিশের

আরও পড়ুন: এত সরু সিঁড়ি বেয়ে হাতির ওঠা চমকে দেবে আপনাকে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন