Viral Video

আইসোলেশন ওয়ার্ডে পঞ্জাবি গানে নাচছেন করোনা রোগীরা

সেখানে জনপ্রিয় পঞ্জাবি গান চলতেই নাচতে শুরু করেন রোগীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ১৩:১৪
Share:

বিছানায় বসে নাচছেন রোগীরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতলের আইসোলেশনে থাকতে হচ্ছে জালন্ধরের সিভিক হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ১২ জন। একঘেয়েমি কাটাতে সেই ঘরে লাগানো হয়েছে টিভি। সেখানে জনপ্রিয় পঞ্জাবি গান চলতেই নাচতে শুরু করেন রোগীরা। তবে তাঁরা সোশ্যাল ডিসট্যান্সিং ভঙ্গ করেননি। নিজেদের বিছানায় বসেই হাত তুলে তাঁরা তাল মিলিয়েছেন গানের সঙ্গে। এক জন রোগী সেই ঘটনার ভিডিয়ো করেছিলেন। সেই ভিডিয়ো নিতেই এখন মেতেছেন দেশের নেটাগরিকরা।

Advertisement

অসুস্থ হয়েও সুস্থ থাকার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ছেন নেটাগরিকরা। এই ঘটনায় যে কোনও বিধি ভঙ্গ হয়নি, সে কথাও জানিয়েছেন হাসপাতালের মেডিক্যাল অফিসার কাশ্মিরী লাল। তিনি বলেছেন, ‘‘সব রোগী সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখেছেন। কেউ জড়ো হননি।’’ মনোবল চাঙ্গা রাখতে রোগীদের কাউন্সেলিং করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

ভারতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা সাড়ে আঠারো হাজার ছাড়িয়েছে। করোনার কবলে মৃত্যু হয়েছে ৫৯০ জনের। পঞ্জাবে এই রোগে আক্রান্ত হয়েছেন ২৪৫ জন।

আরও পড়ুন: ৩ মে-র পর কি লকডাউন উঠছে? আজ জরুরি বৈঠক মন্ত্রিগোষ্ঠীর

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত ১৮ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত ৪৭

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement