Karnataka

বন্যা থেকে বাঁচতে কুমির আশ্রয় নিল বাড়ির ছাদে! দেখুন ভিডিয়ো

সোমবার এই ভিডিয়ো আপলোড করেছে এক সংবাদ সংস্থা। তারপর ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ১৭:০২
Share:

বাড়ির ছাদে কুমির। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির ছাদে টান টান হয়ে শুয়ে রয়েছে কুমির। সেই ছাদের চারপাশে যে দিকেই চোখ যাচ্ছে শুধুই জল। তার মধ্যেই জেগে থাকা বাড়ির ছাদের উপর আশ্রয় নিয়েছে কুমিরটি। সোমবার এই ভিডিয়ো আপলোড করেছে এক সংবাদ সংস্থা। তারপর ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

এই দৃশ্য দেখা গিয়েছে, কর্নাটকের বেলগাম জেলার রায়বাগ তালুকে। ওই সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, রবিবার তোলা হয়েছে এই ভিডিয়োটি। জলমগ্ন এলাকায় দূর থেকে ‘জুম’ করে এই ভিডিয়োটি তোলা হয়েছে।

বন্যার জেরে কর্নাটকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এর মধ্যে বেলগাম জেলার অবস্থা সবচেয়ে শোচনীয়। ইতিমধ্যেই কর্নাটকের বন্যায় ৩১ জনের মৃত্যু হয়েছে। ১৭টি জেলার প্রায় চার লক্ষ লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা সোমবার সকালে মেঙ্গালুরু পৌঁছেছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য।

Advertisement

আরও পড়ুন: বন্যার জলের তোড়ে ভেসে গেল বাড়ি! দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: পুলিশ পথ আটকাতেই অটো থেকে বেরিয়ে এল ২৪ জন! কোথায় জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন