Madhya Pradesh

রেলের হাই ভোল্টেজ তারে উঠে পড়েছে যুবক! তার পর...

সকালবেলা এই হাইভোল্টেজ তারের উপর ওই যুবককে দেখে চমকে যান মালগাড়ির এক গার্ড।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ১৬:৫৩
Share:

রেললাইনের ওভারহেড তারের উপর যুবক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

রেললাইনের ওভারহেড তার। হাই ভোল্টেজ সেই তারের কাছে যেতে ভয় পাওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু সেই তারের উপরই উঠে দাঁড়িয়ে আছেন এক যুবক। মঙ্গলবার সকালবেলা এই হাইভোল্টেজ তারের উপর ওই যুবককে দেখে চমকে যান মালগাড়ির এক গার্ড। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি জানান নিকটবর্তী স্টেশনে। তার পর সেই লাইনে ইলেকট্রিসিটি বন্ধ করে ওই যুবককে নামিয়ে আনা হয়।

Advertisement

এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ডাবরা স্টেশনের কাছে। সকাল ছ’টা নাগাদ ওই যুবককে ওভারহেডের তারে দেখে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুত সংযোগ। তার পর পাশের লাইন দিয়ে ইনস্পেকশন কার এনে রেল পুলিশের সহায়তায় নামিয়ে আনা হয় ওই যুবককে। বিষয়টি নিয়ে ডিসিএম অখিল শুক্লা বলেছেন, ‘‘ডাবরা স্টেশনের কাছে ১২ নভেম্বর সকালে এক যুবক উঠে পড়েছিলেন ওভারহেড তারে। পরে রেল পুলিশ ও রক্ষণাবেক্ষণ কর্মীরা নামিয়ে আনেন তাঁকে।’’

পুলিশ জানিয়েছে, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। তবে কী করে ওই যুবক ওভারহেড তারে উঠল এবং ওঠার পরও বিদ্যুতের শক থেকে বাঁচল তা অবশ্য জানা যায়নি। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: পাঁচতারা হোটেলে তিনটি ডিমের দাম দিতে গিয়ে মাথায় হাত এই সঙ্গীত পরিচালকের!

আরও পড়ুন: ‘স্ত্রী নেই বাড়িতে, এসে রান্না করে দাও’, মাঝরাতে ছাত্রীকে ফোন হস্টেল ওয়ার্ডেনের!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন