Viral Video

নৃশংস ভাবে কুকুরের উপর দিয়ে চালিয়ে দেওয়া হল গাড়ি! ভিডিয়ো ভাইরাল হতেই সরব নেটাগরিকরা

ওই কুকুরটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন এক ব্যক্তি। যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল অসহায় কুকুরটি।

Advertisement

সংবাদ সংস্থা

লুধিয়ানা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ১০:৫১
Share:

কুকুরের উপর দিয়ে নৃশংস ভাবে ছোটানো হচ্ছে গাড়ি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

একটি কুকুরকে শুইয়ে দেওয়া হল রাস্তায়। তার পর ওই কুকুরটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন এক ব্যক্তি। যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল অসহায় কুকুরটি। পঞ্জাবের কপুরথলার ওই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তা নিয়ে সরব হয়েছেন প্রাণী অধিকার কর্মী-সহ নেটাগরিকদের একটা বড় অংশ।

Advertisement

ভিডিয়োটি সিসিটিভি ক্যামেরার। সিসিটিভির সেই ফুটেজ মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করে বিজেপি সাংসদ ও পশুপ্রেমী মানেকা গাঁধী লিখেছেন, ‘‘ইনি হরবংশ সিংহের ছেলে গুরিন্দর সিংহ। কপূরথালার দান্দুপুর গ্রামে থাকেন ইনি। ডগ ফাইটের জন্য কুকুর বিক্রি ও পালন করেন ইনি। আর প্রয়োজন ফুরোলেই কুকুরের সঙ্গে এ রকম ব্যবহার করেন।’’

এই ভিডিয়ো দেখে আঁতকে উঠছেন নেটাগরিকরা। সেখানে দেখা যাচ্ছে, কুকুরটির উপর দ্রুত গতিতে গাড়ি ছোটালেন গুরিন্দর। যন্ত্রণায় ছটফট করতে লাগল কুকুরটি। প্রচুর রক্তক্ষরণও হয় কুকুরটির। ঘটনার আধ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তার। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

এই ভিডিয়ো সামনে আসতেই সরব হয়েছেন সেখানকার স্থানীয় প্রাণী অধিকার কর্মীরা। গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে ওই ব্যক্তির খোঁজ করেছেন তাঁরা। তানওয়ান্ডি চৌধারিয়ান থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। যদিও ঘটনার পর থেকে গুরিন্দরের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সেখানকার এক পুলিশকর্তা। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এই অত্যাচারের ঘটনার পাশাপাশি অপর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি গুরিন্দরের বাড়ির। সেখানে দেখা গিয়েছে, বেশ কয়েকটি কুকুরকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। সেখানকার প্রাণী অধিকার কর্মী শালিনী বলেছেন, ‘‘পুলিশকে নিয়ে আমরা অভিযুক্তের বাড়িতে গিয়েছিলাম। যদিও অভিযুক্ত বাড়িতে ছিলেন না। তাঁর মা-কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।’’ খাঁচায় বন্দি থাকা কুকুরগুলিকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ডগ ফাইটের জন্য গুরিন্দর এ ভাবেই কুকুরদের বন্দি করে রাখতেন বলে জানা গিয়েছে। আগেও তিনি বেশ কিছু কুকুরকে নির্মম ভাবে হত্যা করা হয়ে বলে জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন: ২৭ লক্ষ আক্রান্তের মধ্যে সুস্থ ২০ লক্ষ, নিয়ন্ত্রণে সংক্রমণ হারও

আরও পড়ুন: দলেরও এ বার নিজের রাস্তা খুঁজে নেওয়া উচিত: প্রিয়ঙ্কা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন