সম্পত্তি মামলায় চার্জশিট

Virbhadra charged in DA caseআয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি মামলায় শুক্রবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ ও তাঁর স্ত্রী প্রতিভা সিংহের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। এই মামলায় তাঁদের গ্রেফতারি বা জেরার উপর স্থগিতাদেশের আবেদন খারিজও করে দেয় দিল্লি হাইকোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:১৬
Share:

আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি মামলায় শুক্রবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ ও তাঁর স্ত্রী প্রতিভা সিংহের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। এই মামলায় তাঁদের গ্রেফতারি বা জেরার উপর স্থগিতাদেশের আবেদন খারিজও করে দেয় দিল্লি হাইকোর্ট। যার জেরে বিপদ আরও বাড়ল ৮২ বছরের এই কংগ্রেস নেতার।

Advertisement

বীরভদ্র ও তাঁর স্ত্রী-সহ ন’জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। হাইকোর্ট বলেছে, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কোনও কারণ নেই। তা সত্ত্বেও কংগ্রেস তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাচ্ছে না। গত বছর বীরভদ্রকে খানিক স্বস্তি দিয়েছিল হিমাচল প্রদেশ হাইকোর্ট বলে, আদালতের অনুমতি ছাড়া বীরভদ্রের বিরুদ্ধে চার্জশিট দিতে পারবে না সিবিআই। পরে সুপ্রিম কোর্ট মামলাটি হিমাচল প্রদেশ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে পাঠায়। তাঁদের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ খারিজ করার জন্য হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন বীরভদ্র। সিবিআইয়ের থেকে এফআইআর ও জেরা সংক্রান্ত রেকর্ড চেয়ে পাঠানোর জন্য তিনি আর্জিও জানান আদালতের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন