ভিএলসি মিডিয়া প্লেয়ারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। প্রতীকী চিত্র।
ভিডিয়ো দেখার ওয়েবসাইট ভিএলসি মিডিয়া প্লেয়ারের উপর থেকে কেন্দ্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে জানাল এক সর্বভারতীয় সংবাদ সংস্থা। তারা জানিয়েছে, ভারত সরকারের বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।
গত ফেব্রুয়ারি মাস থেকেই ভারতে বহুল প্রচলিত এই ভিডিয়ো ওয়েবসাইটটিকে নিষিদ্ধ বলে জানা গিয়েছিল। সূত্রের খবর ছিল, তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্দেশেই নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল ভিএলসির উপর।
সোমবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর দেয় ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন নামে একটি অসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। ইন্টারনেট স্বাধীনতা নিয়ে কাজ করা এই সংস্থাটি তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রককে ট্যাগ করে লিখেছে, "অবশেষে জয়! ভিএলসির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র।"
বিভিন্ন মহল থেকে জন্য গিয়েছিল, ভিএলসিকে ভারতে নিষিদ্ধ করা হয়েছিল তথ্য পাচারের অভিযোগে। খবর ছিল, ভিএলসির সার্ভার অন্য একটি নিষিদ্ধ ওয়েবসাইটের সাহায্যে ভারতে তথ্য বিদেশে পাচার করছিল। কিন্তু কিছু দিন আগে তথ্য জানার অধিকার আইনে এ বিষয়ে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হলে জবাব পেয়ে অবাক হয়ে যায় ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন(আইএফএফ) সংস্থাটি।
তারা জানিয়েছে, কেন্দ্রের কাছে তারা জানতে চেয়েছিল ভিএলসিকে। জবাব এসেছিল এক লাইনে। কেন্দ্র জানিয়েছিল এমন কোনও ওয়েবসাইট বান করা হয়েছে বলে জানা নেই তাদের। এর পরেই শুরু হয় ভুল শোধরানোর প্রক্রিয়া। আইএফএফ সোমবার জানিয়েছে অবশেষে সেই যুদ্ধে জয় এল।