Bihar Assembly Election 2025

রাস্তার ধারে পড়ে অসংখ্য ভিভিপ্যাট স্লিপ! শোরগোল বিহারে, বরখাস্ত নির্বাচনী আধিকারিক, ব্যাখ্যা দিল কমিশন

ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিরপুরের সারারঞ্জন বিধানসভা কেন্দ্রে। ওই বিধানসভায় এক ভোটকেন্দ্রের বাইরে অনেক ভিভিপ্যাট স্লিপ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২০:১০
Share:

বিহারের সমস্তিপুরে রাস্তার ধারে পড়ে ভিভিপ্যাট স্লিপ। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার ধারে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ভিভিপ্যাট স্লিপ! গত বৃহস্পতিবার বিহারের সমস্তিপুরে ভোটগ্রহণ পর্ব মেটার পরেই এমন ছবি প্রকাশ্যে এল। কে বা কারা এই ভিভিপ্যাট স্লিপ ফেলে গেলেন, তা যদিও স্পষ্ট নয়। তবে এ হেন ঘটনায় প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। ঘটনাটি নিয়ে শোরগোল পড়তেই ওই ভিভিপ্যাট নিয়ে ব্যাখ্যা দেয় কমিশন।

Advertisement

ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিরপুরের সারারঞ্জন বিধানসভা কেন্দ্রে। ওই বিধানসভায় এক ভোটকেন্দ্রের বাইরে অনেক ভিভিপ্যাট স্লিপ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁরাই বিষয়টি পুলিশকে জানান। পরে কমিশনকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। কমিশনের নির্দেশে জেলাশাসক ঘটনাস্থলে পৌঁছোন এবং ওই স্লিপগুলি সংগ্রহ করেন।

কোথা থেকে ওই স্লিপ এল? তবে কি নির্বাচনে কারচুপি করতেই এমন কাণ্ড ঘটানো হয়েছে? যদিও দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ওই ভিভিপ্যাট স্লিপগুলি ভোটগ্রহণ শুরুর আগে মকপোলের সময় নেওয়া হয়েছিল। তাঁর কথায়, ‘‘সমস্তিপুরের জেলাশাসককে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ওই স্লিপগুলি মকপোলের, তাই ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে কোনও আপোস করা হয়নি।’’ তবে এই ঘটনায় গাফলতির কথা মেনেছে কমিশন। সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং অফিসারকে (এআরও) বরখাস্ত করা হয়েছে। একটি এফআইআর-ও দায়ের হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিহারে প্রথম দফায় ১২১টি আসনে ভোটগ্রহণ হয়। তার মধ্যে ছিল সারারঞ্জন বিধানসভা কেন্দ্র। ২০১০ সাল থেকে এই আসনে বিধায়ক জনতা দল ইউনাইটেডের বিজয়কুমার চৌধরি। এ বারও জে়ডিইউ-র হয়ে লড়ছেন তিনি। তাঁর বিপক্ষে আরজেডি অরবিন্দকুমার সাহানিকে এবং প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি সজনকুমার মিশ্রকে দাঁড় করিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement