ধর্ষণের পরে কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা নয়ডায়

মাঝ রাতে বাড়িতে ঢুকে বছর পনেরোর এক কিশোরীকে ধর্ষণ করে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক তরুণের বিরুদ্ধে। সোমবার গ্রেটার নয়ডার তিগরি গ্রামের ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ০৫:০২
Share:

মাঝ রাতে বাড়িতে ঢুকে বছর পনেরোর এক কিশোরীকে ধর্ষণ করে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক তরুণের বিরুদ্ধে। সোমবার গ্রেটার নয়ডার তিগরি গ্রামের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, কিশোরী এখন আশঙ্কাজনক অবস্থায় দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, দেহের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছে। ফলে বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। ঘটনার কথা জানাজানি হতেই গ্রামে
অশান্তি ছড়িয়ে পড়েছে। বসেছে পুলিশ ক্যাম্প। কড়া নজরদারি শুরু করেছেন স্থানীয়রাও।

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অজয় শর্মা নামে বছর আঠারোর ওই তরুণকে। তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টা-সহ বেশ কয়েকটি মামলা করেছে পুলিশ। অজয়ের পরিবারের দাবি, অভিযুক্ত নাবালক। তবে সেই দাবি প্রমাণ করার মতো কোনও নথি হাজির করতে পারেনি অজয়ের পরিবার। পুলিশের দাবি, জেরায় অন্য কাহিনি শোনাচ্ছে অজয়। সে জানিয়েছে, ওই কিশোরীই আত্মহত্যার চেষ্টা করেছিল। সে কিশোরীকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু পারেনি। এমনকী কিশোরীকে বাঁচাতে গিয়ে তার হাত পুড়ে গিয়েছে বলেও দাবি অজয়ের।

Advertisement

কী হয়েছিল সে দিন?

পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছে সোমবার রাত একটা থেকে আড়াইটের মধ্যে। পরিবারের অন্য সদস্যরা যখন ঘুমোচ্ছিল, তখন অজয় ওই কিশোরীকে ছাদে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার পর তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে। এর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিশোরীটি। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, নির্যাতিতা ওই কিশোরীর সঙ্গে অজয়ের সম্পর্ক ছিল।

তবে নাবালিকার বাবা জানিয়েছেন, কয়েক মাস ধরেই অভিযুক্ত তাঁর মেয়েকে বিরক্ত করত। এমনকী দশ মাস আগে ওই কিশোরীকে এক বার অপহরণও করেছিল অজয়। তার বাড়ি থেকেই কিশোরীকে যখন
উদ্ধার করা হয়। তার পরে অজয়কে গ্রাম থেকে দূরে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন তার মা। কিন্তু অজয় গ্রামেই ছিল।
উল্টে স্কুল বা পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে হামেশাই উত্যক্ত করত অজয়। পুলিশের দাবি, কিশোরীর বয়ানেও কিছু অসঙ্গতি রয়েছে। তা-ও খতিয়ে দেখা হবে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় প্রায় পাঁচ লিটার কেরোসিন তেল ব্যবহার করা হয়েছে। কী ভাবে অত কেরোসিন ওই বাড়ির ছাদে এল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন